দুপুর ১:৫০ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভীষণ সম্মানিত বোধ করছি: ফেরদৌস আরা

বিনোদন ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৫
ফেরদৌস আরা। ছবি: সংগৃহীত

 

আজ (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা এ পদক পাচ্ছেন। পদক প্রাপ্তির অনুভূতি জানিয়ে এ শিল্পী জাগো নিউজকে বলেন, ‘রাষ্ট্র এতো বড় সম্মান আমাকে দিয়েছে, এজন্য আমি ভীষণ সম্মানিত বোধ করছি। একুশে প্রাপ্তির সংবাদ জেনে আমি সীমাহীন আনন্দিত। এই আনন্দ আমার অসংখ্য ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করছি।’

রাষ্ট্রীয় বেতার ও টিভি চ্যানেলে ফেরদৌস আরা গত ১৫ বছর গান গাইতে পারেননি। অংশ নিতে পারেননি কোনো অনুষ্ঠানে। ভিন্নমতের হওয়ায় বিগত সরকারের আমলে অনেক শিল্পীই সেই কালো তালিকাভুক্ত ছিলেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আবারও ফেরদৌস আরা বিটিভি ও বেতারের অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন বলে সম্প্রতি জাগো নিউজকে এ কথা জানান।

 

আজ (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়ফেরদৌস আরা। ছবি: সংগৃহীত

 

ফেরদৌস আরা সব ধরনের গান গাইলেও নজরুলসংগীত শিল্পী হিসেবে পরিচিতি পেয়েছেন ফেরদৌস আরা। চার যুগেরও বেশি সময় ধরে সংগীতচর্চা করছেন এই শিল্পী। উজবেকিস্তানে জাতিসংঘ আয়োজিত লোকসংগীত উৎসবে নজরুলসংগীত গেয়ে পুরস্কৃত হয়েছিলেন তিনি।

ফেরদৌস আরা বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপনা, নজরুল ইনস্টিটিউটে নজরুলসংগীতের প্রশিক্ষক, সংগীত অনুষ্ঠান উপস্থাপনা, লেখালেখি, প্লে-ব্যাকসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন। সঠিকভাবে নজরুল এবং উচ্চাঙ্গ সংগীতচর্চার জন্য এ শিল্পী ২০০০ সালে ঢাকার মোহাম্মদপুরের হুমায়ুন রোডে গড়ে তোলেন সংগীত প্রতিষ্ঠান সুরসপ্তক।

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *