রাত ১১:০৯ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

‘বিএনপি-জামায়াতের ‘ঠেলাঠেলি’ আওয়ামী লীগকে জায়গা করে দেবে’ : এবি পার্ট

সংবাদদাতা, ফেনী
০১ ফেব্রুয়ারি ২০২৫

 

বিএনপি-জামায়াত ‘ঠেলাঠেলির’ রাজনীতি শুরু করেছে। এর ফাঁক দিয়েই আওয়ামী লীগ তার জায়গা করে নেবে। গণ–অভ্যুত্থানের পর ঐক্য ধরে রাখতে না পারাটা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার প্রকাশ বলে মন্তব্য করেছেন এবি পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। গতকাল শুক্রবার রাতে ফেনীতে দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এমন কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, পঁচাত্তরে আওয়ামী লীগের করুণ পরিণতির পর বিএনপি-জামায়াতের ‘ঠেলাঠেলির’ রাজনীতির কারণে আওয়ামী লীগের আবার উত্থান ঘটেছিল। চব্বিশের বিজয়ের পর এখন আবারও তেমন পরিস্থিতি দেখা যাচ্ছে।

মজিবুর রহমান বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে এবি পার্টিসহ অধিকাংশ রাজনৈতিক দল সম্মুখভাগে অংশ নিয়েছে। কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহণে ভূমিকা রেখেছে। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়েছে।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, আওয়ামী সরকারবিরোধী আন্দোলনে নিহত ছাত্র-জনতার খুনিদের বিচার দ্রুত শেষ করতে হবে। এটি এই সরকারকেই নিশ্চিত করতে হবে। তা না হলে অনেক তাজা রক্ত বৃথা যাবে। অতীতের প্রতিহিংসার রাজনীতির কারণে অনেক আন্দোলন সফল্যের মুখ দেখেনি।

নির্বাচন প্রসঙ্গে দলটির প্রধান বলেন, আগামী সংসদ নির্বাচনের আগে বিএনপি, জামায়াত ও ছাত্রদের নেতৃত্বে পৃথক জোট গঠনের সম্ভাবনা রয়েছে। এবি পার্টি জাতীয় স্বার্থ মাথায় রেখে জোট বা একক নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছে।

মতবিনিময় সভায় এবি পার্টির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শাহ আলম, জেলার সদস্যসচিব ফজলুল হক, যুগ্ম সদস্যসচিব নজরুল ইসলাম, অর্থ সম্পাদক শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

জা ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *