রাত ১:২৪ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

রুটকে হারিয়ে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার বুমরাহ

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৫

 

 

মনে রাখার মতো একটি বছর পার করেছেন জাসপ্রিত বুমরাহ। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারও জিতবেন তিনি, তা ছিল অনুমিতই। অবশেষে আজ সোমবার আইসিসির ঘোষিত সেরাদের তালিকায় ব্যতিক্রম কিছুই দেখা গেল না। টেস্টে বর্ষসেরার পুরস্কারটি ঠিকই নিজের ঘরে তুলেছেন ভারতের ডানহাতি এই পেসার।

বুমরাহর সঙ্গে প্রতিযোগিতায় ছিলেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট, হ্যারি ব্রুক ও শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। তবে কেউই বুমরাহকে টপকে যেতে পারেননি।

২০২৪ সালে মোট ১৩টি ম্যাচ খেলে ৭১ উইকেট শিকার করেছেন বুমরাহ। এর জন্য তাকে বোলিং করতে হয়েছে ৩৫৭ ওভার। গড় ছিল ১৪.৯২।

ভারতের টেস্ট ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ৭০টির বেশি উইকেট শিকার করেছেন বুমরাহ। এর আগে এক বছরে ৭০ এর বেশি উইকেট শিকারের রেকর্ড ছিল রবীচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে ও কপিল দেবের।

সোমবার আইসিসির এক বিবৃতিতে বুমরাহ বলেন, ‘আইসিসি পুরুষদের টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। টেস্ট ক্রিকেট সব সময়ই এমন একটি ফরম্যাট, যা আমার হৃদয়ের খুব কাছাকাছি। এই মঞ্চে স্বীকৃতি পাওয়া সত্যিই বিশেষ কিছু। এই পুরস্কার শুধুমাত্র আমার ব্যক্তিগত প্রচেষ্টার প্রতিফলন নয়; এটি আমার সতীর্থ, কোচ এবং ভক্তদের অবিচল সমর্থনের প্রতিফলন। যারা প্রতিদিন আমার উপর বিশ্বাস রাখেন এবং আমাকে অনুপ্রাণিত করেন। ভারতের প্রতিনিধিত্ব করা একটি বিশেষাধিকার, যা আমি গভীরভাবে লালন করি। সারা বিশ্বের মানুষের মুখে হাসি ফোটাতে পারবো জেনে এই যাত্রা আরও বিশেষ হয়ে ওঠে।’

 

জা ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *