রাত ১০:৩৮ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রতিদিন বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ জাহ্নবীর

বিনোদন ডেস্ক

 ২৫ জানুয়ারি ২০২৫messenger sharing button

twitter sharing button
whatsapp sharing button
print sharing button
copy sharing button

প্রতিদিন বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ জাহ্নবীর

বাল্যবন্ধু শিখর পাহাড়িয়ার সঙ্গেই নাকি সম্পর্কে আছেন বলিউডের জনপ্রিয় প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। অতীতে বহু সম্পর্কে জড়িয়েছেন তিনি। জাহ্নবী সম্পর্কে এমন কথা অনেকেই জানেন। অতীতে অনেকের সঙ্গে প্রেমসম্পর্কে জড়ালেও এখন শিখরের সঙ্গে বহু জায়গায় একসঙ্গে দেখা গেছে জাহ্নবীকে। যদিও ব্যক্তিগত জীবনে কম ঝড় বয়ে যায়নি অভিনেত্রীর। বেশ কিছু দিন আগে শিখরের হাত ধরে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতেও গিয়েছিলেন জাহ্নবী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রেকআপ সম্পর্ক নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

জাহ্নবী জানিয়েছেন, তার জীবনে এমন সময় এসেছিল, যখন তিনি প্রত্যেক মাসেই প্রেমিকের সঙ্গে ব্রেকআপ করতেন। অভিনেত্রীর প্রেমিক শকে চলে যেতেন সেসব ঘটনায়। তার পর থেকে তিনি ব্রেকআপের কথা শুনলেই বলতেন— হ্যাঁ, ঠিক আছে।

শ্রীদেবীকন্যা বলেন, প্রেমিকের সঙ্গে ব্রেকআপের দুদিন পর খুব কাঁদতাম এবং ফিরে যেতাম। আমি বুঝতেই পারতাম না কেন বারবার ব্রেকআপ খেয়াল মাথায় আসত। এটিকে আমি এক্সট্রিম এক্সপিরিয়েন্স বলতাম।

কথায় কথায় ব্রেকআপ করা জাহ্নবী বলেন, জীবনে একবারই নাকি তার হৃদয় ভেঙে খান খান হয়ে গিয়েছিল। সেই মানুষটাই নাকি তার জীবনে ফেরত এসে হৃদয়ের ভাঙা টুকরোগুলো জোড়া লাগিয়েছিলেন। ফলে সেই যন্ত্রণা তাকে খুব একটা কাবু করতে পারেনি।

শিখরের সঙ্গে অনেক আগেই সম্পর্ক তৈরি হয় জাহ্নবীর। সেই সময় তিনি সিনেমায় কাজও শুরু করেননি। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত জাহ্নবীর প্রথম ছবি ‘ধড়ক’-এ সহ-অভিনেতা, তথা ছবির নায়ক ঈশান খট্টরের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন অনেকেই শুনেছিলেন। সেই প্রেম ভেঙেও যায় কয়েক দিনের মধ্যে। এখন শিখরই তার ধ্যানজ্ঞান বলে জানান অভিনেত্রী জাহ্নভী।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *