ভোর ৫:৩৭ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান কিলিং আব্বাস

নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি ২০২৫

 

সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান আব্বাস আলী। যাকে অনেকেই কিলার আব্বাস নামে চিনেন। স্বাভাবিক জীবনে ফিরতে তিনি সবার সহযোগিতার প্রত্যাশা করেছেন। গত ১৯ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক খোলা চিঠিতে তিনি নিজের এ প্রত্যাশার কথা জানান।

খোলা চিঠির শুরুতে তিনি সবার উদ্দেশ্যে বলেন, আসসলামু আলাইকুম। আমি আব্বাস আলী আপনাদের কাছে নিবেদন করছি যে, আমি বিগত ২১ বছর ধরে কারাবন্দি ছিলাম। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আমি আইনী সকল প্রক্রিয়া সম্পন্ন করে কারামুক্ত হই। দীর্ঘদিন কারাগারে থাকার দরুণ আমি মানসিক, পারিবারিকভাবে বিধ্বস্ত। জীবনের সবচেয়ে সোনালী সময়টা আমাকে নির্জন কারাগারে কাটাতে হয়েছে। এ সময়ের মধ্যে পরিবারের অনেক সদস্য ছাড়াও অনেক পরম আত্মীয়কে হারাতে হয়েছে। এখন একটি সুস্থ ও স্বাভাবিক জীবনের জন্য নিরন্তর চেষ্টা করছি। পরিবারকে সময় দেওয়ার জন্যই আমি বেশিরভাগ সময় ব্যয় করছি। যাতে কোথাও কোন অভিযোগ না আসে সেজন্য নিজ পরিবারের গণ্ডি পেরিয়ে কোথাও আসা-যাওয়া কমিয়ে দিয়েছি। এমনক কোন নিমন্ত্রণে যাওয়াও বন্ধ করেছি।

তিনি বলেন, দুঃখজনকভাবে এরপরও বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আমাকে জড়িয়ে নানান কল্প কাহিনী ছড়ানো হচ্ছে। আমার প্রকৃত নাম বিকৃত করে ‘কিলার আব্বাস’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এতে আমার সন্তানসহ পরিবার ও আত্মীয়স্বজন অত্যন্ত বিব্রতকর অবস্থায় পড়ছে। আমার জন্য এখন তারাও বিভিন্ন পর্যায়ে হেনস্তা হচ্ছেন। মানসিকভাবে ভেঙ্গে পড়ছেন। দেশের প্রচলিত আইনে দীর্ঘ ২১ বছর শাস্তির পর আবারো আমাকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। মনে হচ্ছে- জোর করে আমাকে অপরাধ জগতে নিতে এই অপকৌশল করা হচ্ছে। খোলা চিঠিতে আব্বাস আলী বলেছেন, আমি আপনাদেরকে নিশ্চিত করছি- কারামুক্তির পর আমি কোন অন্যায় কাজের সাথে জড়িত না। দখল, চাঁদা দাবি কিংবা যে কোন অপরাধমূলক কর্মকান্ডের সাথে কোনভাবেই আমি সম্পৃক্ত না। এরপরও কোথাও আমার নামে চাঁদা দাবি করা হলে, দখল করা হলে কিংবা হুমকি দেওয়া হলে সম্পৃক্ত ব্যক্তিকে আপনারা চিহ্নিত করে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন। তাদের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন করুন। সেখানে আমার বিরুদ্ধে কোন তথ্য-প্রমান পাওয়া গেলে আপনারা আমার বিরুদ্ধেও লিখুন। কিন্তু একতরফা ও গৎবাঁধা বিভিন্ন প্রতিবেদনে আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশিত হলে আমার ও আমার পরিবারের অন্যান্য সদস্যদের স্বাভাবিক জীবন ব্যহত হয়। আমরা প্রতিটি পদে প্রতিবন্ধকতার মুখে পড়ছি।

তিনি আরও বলেন, কোন অনুসন্ধান না করে আমাকে জড়িয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় অন্যান্য অপরাধিরা আমার নাম করে অপরাধ করতে উৎসাহিত হতে পারে বলে মনে করছি। এটাকে তারা পূঁজি করে আরো সক্রিয় হতে পারে বলে শঙ্কা করছি। অথচ, আমি কোনটার সাথেই জড়িত না। তাই যেহেতু আমি কোন অপরাধের সাথে সম্পৃক্ত নই সেহেতু আমাকে প্রতি পদে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে আপনাদের কাছে নিবেদন করছি। সুস্থ ও স্বাভাকি জীবনে ফিরে আসতে আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। কোন অভিযোগ আসলে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন, সত্যতা যাচাই করুন। বিনীত-আব্বাস আলী, তারিখ: ১৯ জানুয়ারি ২০২৫।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *