রাত ৪:২২ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঐক্যমত গড়তে বিএনপির সাথে খেলাফত মজলিশের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি ২০২৫

 

 

জাতীয় ঐক্যসহ বিভিন্ন বিষয়ে ঐক্যমত গড়তে বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করেছেন খেলাফত মজলিশের নেতৃবৃন্দ। আজ বুধবার সকালে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন খেলাফত মজলিশের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ এবং মহাসচিব আহমেদ আবদুল কাদের। প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, মোস্তাফিজুর রহমান ফয়সাল এবং আবদুল জলিল।

বৈঠকের পর খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের বলেন, আমরা বিএনপির সাথে আলাপ করতে এসেছি। আমরা যারা আন্দোলন করছি সেইসব রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করাসহ ৭টি পয়েন্টে বৈঠকে আমরা একমত হিেয়্ছ। এর আলোকে আমরা কাজ করবো ইনশাল্লাহৃ বিশেষ করে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য সাধন করা এবং সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করা।

তিনি বলেন, ৫ আগস্ট যে কারণে বিপ্লব হয়েছিলো এটাকে অটুট রাখা। ইতিমধ্যে কিছু কিছু ভিন্ন চিত্র আমরা দেখতে পারছিৃ আমাদের বক্তব্য হচ্ছে বিভেদ নয়, ঐক্য। জাতির স্বার্থে আজকে ঐক্যবদ্ধ হওয়া জরুরী বিষয় এজন্য আমরা বিএনপির সাথে আলাপ করতে এসেছিৃ. আলাপ করে সব সিদ্ধান্ত নেওয়া হবে।

আন্দোলনের ঐক্যের বিষয়ে দৃষ্টি আকর্ষন করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আল হামদুলিল্লাহ, ভালো। বিভিন্ন দলের ঐক্যে বিএনপি কনসার্ন কিনা জানতে চাইলে তিনি বলেন, এখানে কনসার্নের কিছু নাই। আপনি বাংলাদেশে যারাই রাজনীতি করেন, তারাই রাজনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার সঙ্গে যার মতের মিল হবে তারা এক সাথে কাজ করার ব্যাপারে চিন্তা করতে পারেৃ সিদ্ধান্ত নিতে পারেৃ এটা নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার তো কোনো কারণ নাই।

এক সময়ে একদল আরেক দলের বিরোধিতা করেছে, সমালোচনা করেছেৃ আবার আন্দোলনের এক পর্যায়ে তারা একমত হয়েছেৃ এটাতে অস্বাভাবিক হওয়ার কি আছে? আজকে যারা একমত কালকে আবার তারা একমত নাও থাকতে পারেৃ এটাও ঘটেছে বাংলাদেশে বহুৃ তাতেই বা অবাক হওয়ার কি থাকতে পারে? কাজেই আমার মনে হয়, এই বিষয় নিয়ে আমাদের দুশ্চিন্তাগ্রস্থ বা মন্তব্য করার কিছু আছে বলে আমি মনে করি না। তারা তাদের রাজনৈতিক বিশ্বাস থেকে যা উচিত মনে করবেন তারা নিশ্চয়ই তা করবেন।

নজরুল ইসলাম খান বলেন, আমরা তো ঐক্যবদ্ধ আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলরেডি ঘোষণা করেছেন যে যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে রত আছি আগামী দিনে আল্লাহর মেহেরবানীতে যদি জনগনের সেবা করার সুযোগ আল্লাহ আমাদেরকে দেয় তাহলে যারাই আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলো তাদের সবাইকে সাথে নিয়ে আমরা একযোগে ঐক্যবদ্ধভাবে এদেশের জনগনের কল্যাণ করার জন্য চেষ্টা করব। কাজেই একধরনের জোট তো হয়েই আছে আমাদের মধ্যেৃ যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে তারা সবাই আমাদের আন্দোলনের আমাদের সাথী ছিলেন, আগামী দিনগুলোতে আমাদের সাথে থাকবেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্ররে ডোনাল্ড ট্রাম্পরে নতুন প্রশাসনরে সঙ্গে বিএনপির আগরে মতোই সর্ম্পক বদ্যিমান থাকবে। যুক্তরাষ্ট্ররে সঙ্গে সর্ম্পকরে অবনতি নয়, আরও সুদৃঢ় হবে।

সংস্কার চলমান প্রক্রযি়া মন্তব্য করে নজরুল ইসলাম বলনে, অবাধ ও সুষ্ঠু নর্বিাচনরে জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সটো সম্পন্ন করে নর্বিাচন দওেয়া উচতি। র্দীঘ ১৬ বছররে আন্দোলনরে মধ্যদযি়ে স্বরৈাচার ও ফ্যাসস্টি সরকার পালযি়ে গছে।ে তাই আগামী নর্বিাচনে বএিনপি জয়লাভ করলে ঐক্যবদ্ধ আন্দোলনরে শরীক দলগুলোকে নযি়ে সরকার গঠন করব।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *