রাত ১১:১৯ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মেগা প্রজেক্টের নামে নদী ও খাল ভরাট করেছে আ.লীগ: রিজভী

এনজি প্রতিবেদন
২০ জানুয়ারি ২০২৫

 

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, তথাকথিত মেগা প্রজেক্টের নামে পতিত আওয়ামী লীগ সরকার নদী ও খাল ভরাট করেছে। আর স্বৈরাচাররা কখনো মানুষের কল্যাণে কাজ করে না।

সোমবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্ত্বরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে এসব কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের চরম প্রাণকেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। যখন আমরা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে গাড়ি নিয়ে যেতাম তখন হামলার ভয়ে গাড়ির কাচ তুলে দিতাম, যাতে কেউ না দেখে। আর আজকে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে দাঁড়িয়ে কথা বলছি এটা যে কত আনন্দের, উচ্ছ্বাসের এটা বলার অপেক্ষা রাখে না।

রুহুল কবির রিজভী বলেন, যে উদ্দেশ্য নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন কাজ শুরু করেছে আমি মনে করি তার অধিকাংশই সফল হয়েছে। করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে এই ফাউন্ডেশনের লোকজন অলিগলিতে মশা নিধনে কাজ করেছে, ওষুধ ছিটিয়েছে। এছাড়া বন্যা, ডেঙ্গুসহ বিভিন্ন দুর্যোগে এই ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়িয়েছে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও ড্যাব নেতা শাহ মো আমান উল্লাহ বলেন, এই ফাউন্ডেশন অরাজনৈতিকভাবে কাজ করে। সারাদেশে বিভিন্ন সামাজিক কাজ এই ফাউন্ডেশন করে থাকে। ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান নিজে এটার তদারকি করে থাকেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাবি শিক্ষক মোর্শেদ হাসান খান, ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মো. নুরুল ইসলাম প্রমুখ।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *