রাত ১১:৪৭ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঢাকা কলেজ ও বাঙলা কলেজের ১০ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক
১৭ জানুয়ারি ২০২৫

 

 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের ৬ নেতা ও সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদলের ৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

শুক্রবার (১৭) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশপ্রাপ্তরা হলেন- ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবির রায়হান, তাজবিউল হাসান, মোস্তাফিজুর রহমান, তারেক জামিল, তানভীর মাদবর ও মেহেদী হাসান। সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, তরিকুল ইসলাম তারেক মোল্লা, মাহমুদুল হাসান ও মো. রাজন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কলেজ ও সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে দুই কলেজ শাখার ১০ নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

এতে আরও বলা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

 

জা ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *