নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২৪
‘কোটার নিয়ে সরকার খেলাধূলা করছে’ বলে অভিযোগ করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার বিকালে যুগপৎ আন্দোলনের কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সাথে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘‘ আপনি দেখেন, প্রত্যেকটি দেশে পিছিয়ে পড়া লোকদের জন্য কিছু কোটা থাকে … এর মধ্যে মুক্তিযুদ্ধের তৃতীয় জেনারেশন যদি তারা মনে করে যদি পিছিয়ে পড়া লোক তাহলে আমাদের কিছু বলার নেই। তারপরেও মুক্তিযোদ্ধাদের প্রতি সন্মান রেখে ছোটখাটো কোটা রাখা যেতে পারে।”
‘‘ কিন্তু সেটা বাংলাদেশকে যে মেধাভিত্তিক দেশ গড়ে তোলা, মেধাভিত্তিক একটা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং যেটা ব্যতীত আমরা যাতে সামনের এগিয়ে যেতে পারি… এইরকম অবৈধ সরকার এটা চায় কিনা? সেইটাই হচ্ছে প্রশ্ন, তারা সেটা চায় কিনা। তারা যদি চাইতো এই খেলাগুলো করতো না। একবার দেয় আরেকবার দেয় না। একবার আদালতের কথা বলে, তারা নিজেরা বলেছে।”
ঢাকাসহ বিভিন্ন জেলায় কোটা বিরোধীদের ওপর পুলিশের চড়াও হওয়ার কঠোর সমালোচনা করে খসরু বলেন, ‘‘এখন আবার তারা(পুলিশ) গোলাগুলি করছে, আহতও হয়েছে শুনলাম। কাদেরকে? আগামী প্রজন্মের নাগরিকদেরকে। যারা আগামী প্রজন্মের বাংলাদেশকে পরিচালিত করবে, যাদের মেধার মাধ্যমে বাংলাদেশ গড়বে তাদের ওপরে আক্রমন, হামলা, গুলি চালাচ্ছে তারা।”
‘‘ এটা থেকে সেটা বুঝাই যাচ্ছে। এখন একমাত্র জায়গা তাদের ক্ষমতায় যাওয়া ও থাকার জন্য যে সহযোগী শক্তিগুলো আছে তাদের বাইরে আমি মনে করি না তাদের কোনো দায়িত্ব আছে বলে।বাংলাদেশের মানুষ তা মনে করে না।”
কোটা আন্দোলনকারীদের দাবি ‘যৌক্তিক ও গণতান্ত্রিক’ বলে অভিহিত করেন তিনি।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকাল ৪টা থেকে গণতান্ত্রিক বাম ঐক্য, এনডিএম এবং গণফোরামের নেতৃবৃন্দের সাথে বিএনপির লিয়াঁজো নেতাদের এই বৈঠক হয়।
এই বৈঠকে চলমান যুগপ আন্দোলনের কর্মসূচি কিভাবে জোরদার করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
বৈঠকে আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়া দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুও ছিলেন।
বাম গণতান্ত্রিক বাম ঐক্যের বৈঠকে প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির হারুন আল রশিদ, সাম্যবাদী দলের হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টি সামসুল আলম ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আবুল কালাম আজাদ ছিলেন।
এডিএমের বৈঠকে ছিলেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ, মোমিনুল আমিন, ফারুক-উজ-জামান চৌধুরী, জাহাঙ্গীর আলম, শাহেদুল আজম, জাবেদুর রহমান জনি ও হুমায়ুন পারভেজ।
গণফোরামের মহাসচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি নেতৃত্বে দুই দলের বৈঠকে ছিলেন গণফোরামের জগলুর হায়দার আফ্রিক, ফজলুল হক সরকার, মুহাম্মদ উল্লাহ মধু, পিপলস পার্টির এআর জাফর উল্লাহ চৌধুরী, হারুনুর রশিদ, আবু তালেব সরদার ও মোশাররফ হোসেন ছিলেন।
জাফর / এনজি