ক্রীড়া প্রতিবেদক
১২ জানুয়ারি ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ দেয়া হয়েছে ওপেনার লিটন দাসকে। আজ দুপুরেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দল থেকে বাদ পড়ার ক্ষোভ ব্যাট হাতে ঝাড়লেন লিটন দাস। আজই সন্ধ্যায় দুর্বার রাজশাহীর বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার হয়ে বিপিএলে দুর্দান্ত এক সেঞ্চুরি করে বসলেন জাতীয় দলের এই ওপেনার। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটা তার প্রথম সেঞ্চুরিও বটে।
টস হেরে ব্যাট করতে নেমে দূর্বার রাজশাহীর বোলারদের বেদড়ক পেটালেন লিটন এবং তানজিদ তামিম। ২৪ বলে ফিফটি করার পর ৪৪ বলে সেঞ্চুরি পূরণ করেন লিটন। ৮টি বাউন্ডারি এবং ৭টি ছক্কায় এই মাইলফলকে পৌঁছান তিনি।
টি আই/ এনজি