রাত ৪:২০ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গণঅভ্যুত্থানে আহত-নিহতদের তালিকা প্রকাশসহ ৯ দাবি

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি ২০২৫

 

 

আগামী এক সপ্তাহের (১৯ জানুয়ারি) মধ্যে জুলাই-আগস্ট গণঅভ্যুথানে আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের পরিচয়পত্র প্রদান করাসহ ৯ দফা দাবি জানিয়েছেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সম্মুখসারির আহত ছাত্র-জনতা।

রোববার (১২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সম্মুখসারির আহত ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়।

৯ দফা দাবিগুলো হলো

১, আগামী এক সপ্তাহের (১৯ জানুয়ারি) মধ্যে আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের পরিচয়পত্র (স্মার্ট কার্ড) প্রদান করতে হবে।

২. আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। গণঅভ্যুত্থানে আহতদের আজীবন বিনামূল্যে সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

৩. আহত ব্যক্তি ও নিহতের পরিবারকে সরকারি মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা করতে হবে।

৪. গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও নিহতের পরিবারকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

৫. আহত ব্যক্তি বা নিহত ব্যক্তির পরিবারকে পরে কোনো সরকার উদ্দেশ্য প্রণোদিত বা রাজনৈতিকভাবে কোনো হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া যাবে না, এই মর্মে আইন পাস করতে হবে।

৬. জটিলতা নিরসন করে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আহত ও নিহতদের পরিবারকে দ্রুত সহায়তা প্রদান করতে হবে।

৭. জুলাই গণঅভ্যুত্থানে জড়িত অপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করতে হবে।

৮. ২৪ এর গণঅভ্যুত্থানের জন্য সম্পূর্ণ পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে।

৯. সব দাবি সরকারিভাবে লিপিবদ্ধ করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।

কবি নজরুল সরকারি কলেজের আহত শিক্ষার্থী মো. তৌফিক শাহরিয়ারের সভাপতিত্বে এবং মো. আল-আমীন ও রেজাউল করিম রেজার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন।

 

 

টি আই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *