রাত ১১:২৫ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সস্ত্রীক দেখা করলেন মির্জা আব্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ জানুয়ারি ২০২৫

 

 

অচিরেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে দেশ ও জনগণের হাল ধরবেন- এমনটাই প্রত্যাশা করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

শনিবার যুক্তরাজ্যে ‘লন্ডন ক্লিনিকে’ খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সাংবাদিকদের কাছে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় তার স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সেখানে ছিলেন।

সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে আফরোজা আব্বাস বলেন, মাশাআল্লাহ, ম্যাডামকে দেখে অনেক ভালো লেগেছে। মানসিকভাবে তিনি সবসময় স্ট্রং ছিলেন। এজন্য এখনো এভাবে মেরুদণ্ড সোজা করে আছেন। অন্য কোনো মহিলা হলে এতদিনে খুঁজে পাওয়া যেতো না।

আফরোজা আব্বাস বলেন, এখন পরিবারের সবার সঙ্গে আছেন, এখন আরও ভালো আছে, ইনশাআল্লাহ। আমরা আশা করছি অচিরেই তিনি অনেক সুস্থ হয়ে যাবেন এবং দেশে আবার ফিরে আসবেন এবং দেশে এসে দেশ ও জনগণের হাল ধরবেন।

খালেদা জিয়ার সঙ্গে আপনার কী কথা হয়েছে- জানতে চাইলে মহিলা দলের এই নেত্রী বলেন, ‘কেমন আছো? নাতি-নাতনি ছেলেমেয়েরা কেমন আছে? তারপর দেশের অবস্থা কী? সবাই কেমন আছে? মহিলা দলের সবাই কেমন আছে?’ সবার কথা জিজ্ঞেস করেছেন। কোনো রাজনৈতিক আলোচনা হয়নি, কিন্তু সবার কথা জিজ্ঞেস করেছেন, কেমন আছে।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *