রাত ৩:০৮ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বই জীবনের পরিপূরক : প্রধান বিচারপতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
৫ জানুয়ারি ২০২৫

 

 

আইনজীবীদের জুরিসপ্রুডেন্সের ওপর বই লেখার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বই জীবনের পরিপূরক।

রোববার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে বই মেলার উদ্বোধনকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, আমি সবসময় মনে করি বই জীবনের পরিপূরক। আমাদের জীবনযাত্রায় আমরা বহু ধাপ বা অধ্যায় পার হয়ে আসি। তবে সেই সব অধ্যায় বা ধাপগুলোতে যদি কোন অপরিপূর্ণতা থেকে যায় বা অস্পষ্টতা থেকে যায় সেখানে কিন্তু আর ফেরত যাওয়ার সুযোগ থাকে না। কিন্তু একটা বই শুরু থেকে শেষ করার পর যদি মনে হয় কোন অধ্যায় আপনি বোঝেনি তাহলে কিন্তু সুযোগ থাকে ফেরত যাওয়ার। সেই সুবাধে ওই বইয়ের অস্পষ্টতা কিন্তু দূর হয়ে যায়। সেইসঙ্গে আমি যেটা মনে করি, জীবনের কতগুলো অস্পষ্টতাও এক্ষেত্রে স্পষ্ট হয়ে যায়।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আইনজীবীদের জুরিসপ্রুডেন্সের ওপরে বই লেখার আহ্বান জানান।

পরে তিনি বই মেলার স্টলগুলো ঘুরে দেখেন। এ সময় সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তা ও আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের নিচতলায় অনুষ্ঠিত বই মেলা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন -সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন।

 

 

টি আই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *