রাত ৪:২৫ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

একটি রাজনৈতিক দলের অনুসারীরাই ইসলামী ব্যাংক গ্রাস করেছিলো — রিজভী

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর ২০২৪

 

 

 

ছাত্র-জনতার বিপ্লবের পর একটি রাজনৈতিক দলের অনুসারীরাই ইসলামী ব্যাংক গ্রাস করেছিলো বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী।

রোববার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পনের পরে সাংবাদিকদের কাছে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই অভিযোগ করেন।

তিনি বলেন, ‘‘ কয়েকজন উপদেষ্টা তারা সবক দেন, দুই-একটি রাজনৈতিক দল দেখি তারাও সবক দেন যে, চাঁদাবাজ বিদায় নিয়েছে আর কোনো চাঁদাবাজকে আমরা দেখতে চাই না… আর চাঁদাবাজ না আসুক।”

‘‘ কাকে উদ্দেশ্য করে বলছেন? শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে, ব্যাংক আত্মসাৎ করেছে.. এস আলমদের উত্তরসূরি হিসেবে ৫ আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি। আমরা তো দেখেছি, ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিলো একটি রাজনৈতিক দলের অনুসারীরা।”

ইসলামী ব্যাংক দখলকারী অনুসারীদের দলের না উল্লেখ না করে রিজভী বলেন, ‘‘ আজকে কোন ‍মুখে বলছেন, এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে দেখতে চায় নাই… কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা বুঝি না। আমরা তো প্রথমেই দেখলাম ৫ আগস্টের পরেরদিনই ইসলামী ব্যাংক আপনারা দখল করেছেন এটা কি জনগন দেখেনি।”

‘‘ এটা তো জনগন দেখেছে… আর আজকে আপনারা বড় বড় কথা বলেন।কলঙ্ক লেপন করার চেষ্টা করেন বিএনপির নামে। পাড়ায়-মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল, সিএনজি স্ট্যান্ড দখলসহ অনেক টেন্ডার ভাগাভাগির সাথে আপনাদের লোকরা কি জড়িত নেই। আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নিরবে নিভৃতে সব অপকর্মের সাথে আপনারা জড়িত। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ব্যাংক আত্মসাৎ তো জনগন দেখেছে।”

তিনি বলেন, ‘‘ আমরা হাসিনার আমলে দেখেছি, চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ। আবার জনগন এটাও জানে, ক্ষুর পার্টি, পায়ের রগকাটা পার্টি এরা কারা জনগন জানে না। কারা পায়ের রগ কাটে এদেরকে জনগন চিনে, জানে।”

‘‘ সুতরাং আমরা বুঝি আপনারা খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন।”

‘আপনারা একাত্তরের বিরোধিতাকারী’

রিজভী বলেন, ‘‘ আপনাদের ৭১ এর অর্জন কী? আপনারা ৭১ এর বিরোধিতা করেছেন।”

‘‘ জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এই গৌরব বিএনপির। ৭১‘র, ৯০ এর গৌরব বিএনপির। কারণ ৯০ এ আপনারা শেখ হাসিনার সাথে আতাঁত করে এরশাদের মতো একটা স্বৈরাচারের সাথে আপনারা গিয়েছিলেন, ১৯৮৬ সালে এরশাদ কুলাঙ্গারের নির্বাচনে আপনারা যাননি। এটাও জনগন দেখেছে, জানে।”

তিনি বলেন, ‘‘ বিএনপি ৮৬ সালের সেই নির্বাচনে যাননি। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, এরশাদের অধীনে কোনো নির্বাচন করব, স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচনে ‍যাবো না।”

‘‘ জনগণ জানে কারা দেশপ্রেমিক, কারা স্বাধীনতা বিশ্বাস করে, কারা সার্বভৌমত্ব বিশ্বাস করে, কারা বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করে।”

সকালে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের নেতা-কর্মীদের  নিয়ে রিজভী জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করে।

এ সময়ে ভ্যান অটো শ্রমিক নেতৃবৃন্দের সাথে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক মীর সরাফত আলী সপু ছিলেন।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *