রাত ৪:১৯ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দেশে ফিরে ব্যারিস্টার রাজ্জাক :  বাকি জীবন মানুষের সেবা করতে চাই

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর ২০২৪

দীর্ঘ ১১ বছর পর দেশে ফিরে জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেছেন, আমি আইনের অঙ্গনে আছি, এই অঙ্গনে থেকে বাকি জীবন শেষ করতে চাই। এখানে থেকেই মানুষের সেবা করতে চাই।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর তিনি সাংবাদিকদের এমন কথা বলেন। এর আগে ৬টা ৪৫ মিনিটের দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

দেশে ফিরে ব্যারিস্টার রাজ্জাক, বাকি জীবন মানুষের সেবা করতে চাই

এই তথ্য নিশ্চিত করে তার এক সময়ের জুনিয়র অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির বলেন, সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন।

এসময় তিনি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, ‘বাংলাদেশ আমার জন্মভূমি। এই শহর আমার শহর। দীর্ঘ ১১ বছর পর দেশে আসতে পেরে আমি শুকরিয়া আদায় করছি।’

দেশে ফিরে ব্যারিস্টার রাজ্জাক, বাকি জীবন মানুষের সেবা করতে চাই

রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রশ্নে তিনি বলেন, আইন অঙ্গনে থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই। তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় তার সঙ্গে জামায়াত নেতা সেলিম উদ্দিন ও আইনজীবী মুহাম্মদ শিশির মনির, মুজাহিদুল ইসলাম শাহীন, ব্যারিস্টার মেজবাহুর রহমানসহ অন্যান্য আইনজীবীরা সেখানে উপস্থিত ছিলেন।

 

 

টি আই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *