রাত ৩:১৯ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

১৭ বছর পর বিএনপি নেতা পিন্টুর কারামুক্তি

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর ২০২৪

 

 

দীর্ঘ ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে মুক্তি পান তিনি।।

বেলা পৌনে ১২টার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে বিএনপির মিডিয়া সেল জানায়, রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১৭ বছর কারাগারে বন্দি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। অবশেষে মঙ্গলবার বেলা ১১টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন।

মুক্তির পর জেলগেটে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন পিন্টু। এ সময় ছাদ খোলা গাড়িতে মাথা বের করে শুভেচ্ছা গ্রহণ করেন তিনি। সেখানে টাঙ্গাইল বিএনপিসহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কারামুক্তি লাভ করে দলীয় নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান পিন্টু। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর পিন্টু বলেছেন, আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, তার খেসারত তাদের দিতে হবে। আমরা ফ্যাসিস্টদের মতো আচরণ করবো না। জনগণের ষ্যান্ডেট নিয়ে আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই। নিজের কারা মুক্তির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশের জনগণ বিশেষ করে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা শরিক হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান পিন্টু। এসময় পিন্টু অভিযোগ করেন, তার মায়ের মৃত্যুতে অনুমতি থাকা সত্ত্বেও জানাযায় যেতে দেওয়া হয়নি তাকে। অমানবিক নির্যাতনের কারণে তিনি জ্ঞান হারিয়েছিলেন। বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ যেন অপকর্ম করতে না পারে সে বিষয়েও সতর্ক করেন সদ্য কারামুক্তি লাভ করা এই নেতা।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আব্দুস সালাম পিন্টু জেল ভেঙে বের হয়ে আসেননি। আমরা ও তাকে জেল ভেঙে বের করে আনিনি। আদালত তাকে নির্দোষ ঘোষণা করেছে। তিনি বলেন, পিন্টু জেলে থাকা অবস্থায় তার মাকে হারিয়েছেন, তাকে দেখতে পারেনি। তার মেয়ের বিয়ে হয়েছে তাও দেখতে পারেননি তিনি। আজ যদি পিন্টু আগের সরকারকে বলে আমাকে সেই ১৭ বছর ফিরিয়ে দাও। তারা কি দিতে পারবে তার সেই বছরগুলো।

এসময় অন্যদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, শামিমুর রহমান শামীমসহ দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

জা ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *