রাত ৪:২৫ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ছেলেকে নিয়েই দ্বিতীয় বিয়ের আসরে

 

গত বছরের অক্টোবরে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৭ সালে আলী আসকারির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মাহিরা। কিন্তু দুর্ভাগ্যবশত আট বছর পর ২০১৫ সালে আলাদা হয়ে যায় দুজনের পথ। জীবনের সব অতীত ভুলে ফের গত বছরের অক্টোবরে ফের বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মাহিরা। সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ে নিয়ে কথা বলেছেন মাহিরা।

প্রথম সংসারে আলী আসকারির ঔরসে পুত্রসন্তানের জন্ম দেন মাহিরা। সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তিনি চেয়েছিলেন সন্তানকে নিয়েই দ্বিতীয় বিয়ের আসরে হাজির হতে।

মাহিরা বলেন, ‘আমি চেয়েছিলাম দ্বিতীয়বার বিয়ের সময় যেন আমার ছেলে সেখানে উপস্থিত থাকে। ছেলের জন্য ভীষণ গর্বিত। আমি কখনো কারও খারাপ চাইনি, তাই হয়তো সৃষ্টিকর্তা আমাকে আশীর্বাদ দিয়ে ভরিয়ে দিয়েছেন। আমার ছেলেকে নিয়ে দ্বিতীয়বার জীবন শুরু করার মুহূর্তটা সত্যি অভূতপূর্ব।’

২০২৩ সালের অক্টোবরে পাকিস্তানের মুরিতে ডেস্টিনেশন ওয়েডিং সেরেছিলেন মাহিরা খান ও সেলিম করিম।

মাহিরা খান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
মাহিরা খান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

রাজকীয় বিয়ের আসর বসেছিল পার্ক কন্টিনেন্টাল হোটেল ভুরবানে। বিয়ের দিন প্যাস্টেল রঙের লেহেঙ্গা পরেছিলেন মাহিরা, সেলিম পরেছিলেন ব্লেজার এবং নীল রঙের পাগড়ি।

সেলিমের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন মাহিরা। অভিনেত্রীর স্বামী করাচির একটি জনপ্রিয় স্টার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা।

গত বছরের অক্টোবরে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।
গত বছরের অক্টোবরে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।

মাহিরা খান পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী। শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমায় অভিনয়ের পর ভারতেই তিনি জনপ্রিয়তা পান। তবে রাজনৈতিক কারণে পরে আর বলিউডের সিনেমায় দেখা যায়নি তাঁকে।

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *