সকাল ৯:৪৬ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদের মাতা কবি হোসেনে আরার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর ২০২৪

 

 

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে থাকার পর আজ মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে মারা গেছেন ষাটের দশকের কবি হোসেনে আরা হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জ্যেষ্ঠ প্রতিবেদক সুমন মাহমুদের মা হোসনে আরা হোসেন গত ৩০ সেপ্টেম্বর ভর্তি হন রাজধানীর একটি হাসপাতালে। দীর্ঘদিনে সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো। এরপর অবস্থান অবণতি হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আইসিইউতে স্থানান্তর করা হয়।

পরিবারের সদস্যরা জানান, গত কয়েক বছর যাবত নিউরো, হৃদরোগসহ বাধর্ক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। সর্বশেষ গত ১৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হলে তাকে লাইফসাপোর্টে নেয়া হয়।
মৃত্যুকাল তিনি স্বামী এবিএম মকবুল হোসেন, দুই ছেলে সুমন মাহমুদ ও আরিফ হোসেন টিপু এবং এক মেয়ে ফরিদা কানিজকে রেখে গেছেন।

কুমিল্লার নাঙ্গলকোর্টের সম্রান্ত মিয়া বাড়িতে ১৯৫০ সালের ১৫ আগস্ট জন্ম হোসনে আরার। তার বাবা আহমদ উল্লাহ এবং মা দেলোয়ারা আফরোজ চৌধুরীর মেঝ মেয়ে ছিলেন তিনি। বাবা আহমদ উল্লাহ কুমিল্লার বিখ্যাত আইনজীবী ছিলেন। ষাটের দশকে নানা প্রতিকূলতার মধ্যেও দেশ-সমাজ-প্রকৃতি নিয়ে কবিতা ও ছোট গল্প রচনা করে পরিবারের মধ্যে আলোচিতও হন হোসেনে আরা।

বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত কুমিল্লা আহমদ উল্লাহ-দেলোয়ারা ওয়েলফেয়ার ট্রাস্ট্রের প্রধান উদ্যোক্তা ছিলেন তিনি। সমাজ পরিবর্তনের বিভিন্ন জনহিতকর কাজের সাথেও সম্পৃক্ততা ছিলো হোসনে আরার।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *