সকাল ৭:৩৪ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঢাকায় পথচারীদের ওপর উঠে গেলো প্রাইভেটকার, গুরুতর আহত ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৪

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে ছয় পথচারীকে চাপা দিয়েছে একটি প্রাইভেটকার। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। তাদের উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জাগো নিউজকে এসব তথ্য জানান ট্রাফিক-উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ফজলুল করিম।

এর আগে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার ও চালক মুস্তাফিজুর রহমানকে আটক করে পুলিশ।

এডিসি মো. ফজলুল করিম বলেন, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের থার্ড টার্মিনালের সামনের সড়কে একটি প্রাইভেটকারের সামনের চাকা পাংচার হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া ছয় পথচারীকে চাপা দেয় ওই প্রাইভেটকার। তাদের মধ্যে তিনজন গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারচালক ও গাড়িটি আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে থানা পুলিশ।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *