রাত ৪:৩৯ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জুন থেকে রাজধানীতে যোগ হচ্ছে দৈনিক ৫০ কোটি লিটার পানি

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর ২০২৪

 

গন্ধর্বপুর পানি শোধনাগার থেকে দৈনিক ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। গতকাল রোববার প্রকল্প পরিদর্শন কালে ঢাকা ওয়াসার এমডি ফজলুর রহমান একথা বলেন। প্রকল্পটি আগামী জুন ২০২৫ সালে সমাপ্ত হবে বলে তিনি জানান।

গত ১৯ অক্টোবর শনিবার ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান ঢাকা এনভারনমেন্টালি সাসটেইন্যাবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বিষনন্দী পয়েন্টে মেঘনা নদীর পশ্চিম তীরে অবস্থিত‘গন্ধর্বপুর পানি শোধনাগার’ প্রকল্প পরিদর্শন করেন। প্লান্টের মূল অবকাঠামো তথা ইনটেক পয়েন্ট, সঞ্চালন লাইন সহ সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং নির্ধারিত সময়ে বাকী কাজ সমাপ্ত হবার আশা প্রকাশ করেন। প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদ এ সময় প্রকল্পের সার্বিক বিষয় সম্পর্কে অবহিত করেন। প্রকল্পটি আগামী জুন, ২০২৫ সালে সমাপ্ত হবে। এ প্রকল্প থেকে দৈনিক ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে।

উল্লেখ্য, রাজধানীতে সবার জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ‘পরিবেশ বান্ধব, টেকসই ও গণমুখী পানি ব্যবস্থাপনা’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *