সকাল ৬:০৭ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নতুন প্রেমে মধুমিতা

বিনোদন ডেস্ক

ছোট পর্দার কল্যাণে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার বাংলাদেশের দর্শকের কাছেও পরিচিত নাম। অনেক দিন ধরে কাজের খবর দিয়েই আলোচনায় ছিলেন তিনি, অভিনেত্রী এবার জানালেন সম্পর্কের খবর। আনন্দবাজার অনলাইনে মধুমিতা জানিয়েছেন তাঁর নতুন প্রেমের খবর।

মধুমিতা সরকার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
                                  মধুমিতা সরকার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

 

তবে এবার তিনি জানালেন, দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেম করছেন তিনি।

মধুমিতার নতুন সম্পর্কের গুঞ্জন চাউর হয় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পোস্ট করা ছবির সূত্র ধরে। সপ্তমীর মধ্যরাতে একটি ছবি পোস্ট করেন তিনি। যেখানে মধুমিতার হাতের ওপর রাখা আরেকটি হাত।

প্রেমিকের সঙ্গে মধুমিতা সরকার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
                                 প্রেমিকের সঙ্গে মধুমিতা সরকার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

 

 

চারপাশে নিস্তব্ধতা। অভিনেত্রী লিখলেন, ‘নতুন শুরু।’ আরও একটি ছবি এল প্রকাশ্যে, সেখানে প্রেমিকের সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন। মধুমিতার পরনে কালো শাড়ি। অভিনেত্রীর সঙ্গে মিলিয়ে কালো শার্ট পরেছিলেন তাঁর প্রেমিক।

আনন্দবাজারকে মধুমিতা বলেন, ‘হ্যাঁ, প্রেম করছি। তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে।’

তবে কি শিগগিরই চার হাত এক হবে তাঁদের? শুনেই অভিনেত্রী বলেন, ‘সবে প্রেমের শুরুটা হয়েছে। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি।’ তবে তাঁর প্রেমিক অভিনয়জগতের কেউ নন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক অভিনেত্রীই দেবমাল্যকে অনুসরণ করেন। মধুমিতার কথায়, ‘সে কী করে, এখন একটু চাপাই থাক।’

মধুমিতা সরকার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
                                      মধুমিতা সরকার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

 

ছোট পর্দায় কাজ করে পরিচিতি পাওয়া মধুমিধাকে দেখা গেছে বেশি কয়েকটি সিনেমায়। সম্প্রতি তিনি নাম লিখিয়েছেন হিন্দি সিনেমায়ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *