ভোর ৫:৪৮ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ক্যাটরিনার সঙ্গে একফ্রেমে ঋতাভরী, কীসের ইঙ্গিত ?

বিনোদন ডেস্ক
৫ অক্টোবর ২০২৪

 

চলতি মাসের ৮ অক্টোবর ‘উইন্ডোজ প্রোডাকশন’-এর ব্যানারে মুক্তি পেতে চলেছে ‘বহুরূপী’। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৩-২০০৫ এই সময়টা জুড়ে। পশ্চিমবঙ্গের বুকে ক্রমান্বয়ে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা, যাকে কেন্দ্র করেই এই ছবি।

 

ছবি মুক্তির আগে দর্শকের কাছে উপহার হিসেবে আসছে একের পর এক ছবির গান। ননিচোরা দাস বাউলের কণ্ঠে ছবির গান ‘শিমুল পলাশ’ বাহবা পেয়েছে এ আর রহমানের থেকেও। এই গানে শিবপ্রসাদ ও কৌশানী মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে নতুন দাম্পত্য উদযাপনে।

শুধু গান মুক্তিই নয়, শহরজুড়ে চলছে ছবির প্রচারও। কখনও টলিপাড়ার তারকাদের বাড়িতে কখনও আবার পূজা প্যান্ডেলে ঘুরে চলছে জোরকদমে প্রচারের কাজ। এর মাঝেই সোজা মুম্বাই পাড়ি দিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

এমনকি বলি অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে একফ্রেমে ধরাও দিলেন। একটি নামজাদা সংস্থার বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন ঋতাভরী ও ক্যাটরিনা।

সেই সংস্থার কর্ণধারের বাড়িতে নবরাত্রির পূজায় আমন্ত্রিত ছিলেন তারা। সেখানেই ক্যাটরিনার সঙ্গে দেখা হয় ঋতাভরীর। সেই মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।

অন্যদিকে ছবির গান ‘আজ সারা বেলা’য় রোম্যান্টিক মুডে ধরা দিয়েছেন আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী। গানে এই জুটির কেমিষ্ট্রি বেশ সাড়া জাগিয়েছেন দর্শকমহলে, অনুপম রায়ের কথায় এবং সুরে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল।

 

 

এমআই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *