রাত ৪:২৬ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী হসপিটালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর ২০২৪

 

 

 

গুরুতর অসুস্থ অবস্থায় সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে উত্তরা মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটালে ভর্তি করা হয়েছে।

সাবেক রাষ্ট্রপতির প্রেস সচিব জাহাঙ্গীর আলম নিউজগেট২৪কে বলেন, ‘‘ স্যারকে সকালে হসপিটালে ভর্তি হয়েছেন।”

তার মেয়ে ডা. শায়লা চৌধুরী বলেন, ‘‘বাবার আগে থেকেই স্কিমিক হার্ট ডিজিজ রয়েছে। সকালে তার ফুসফুসে সংক্রামণ(ফুসফুসে পানি জমা) হওয়ায় হসপিটালাইজড করা হয়েছে।”

জাহাঙ্গীর আলম জানান, উত্তরা মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটালের কার্ডিওলজিস্ট অপর্না রহমান, মেডিসিন বিশেষজ্ঞ মারুফ বিন হাবিব এবং শায়লা চৌধুরী তত্ত্বাবধায়নে সাবেক রাষ্ট্রপতির চিকিৎসা চলছে।

৯৫ বছর বয়সী সাবেক রাষ্ট্রপতি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।

উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হসপিটালটি সাবেক রাষ্ট্রপতি আগেও একাধিকবার ভর্তি হয়েছিলেন।

চিকিৎসক থেকে ১৯৭৮ সালে জিয়াউর রহমানের অনুরোধে বিএনপিতে যোগ দিয়ে নতুন রাজনৈতিক জীবন শুরু করেন অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। তিনি দলটির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন।

জিয়াউর রহমানের সরকারের উপ-প্রধানমন্ত্রী ছিলেন।

২০০১ সালের ১৪ নভেম্বর বিএনপির মনোনয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। রাজনৈতিক কারণে ২০০২ সালের ২১ জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তিনি।

পরে তিনি ২০০৪ সালের ৮ মে বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। বর্তমানে দলটির প্রেসিডেন্ট তিনি।

১৯৭৮ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুরোধে বিএনপি দিয়ে তার রাজনীতির জীবন শুরু।তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর আসন থেকে ১৯৭৯, ১৯৯১, ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। খালেদা জিয়ার সরকারে তিনি শিক্ষামন্ত্রী এবং পরে পররাষ্ট্র মন্ত্রী ছিলেন।

১৯৯৬ সালে বিএনপি যখন বিরোধী দলে তখন সংসদে বিরোধী দলীয় উপনেতার দায়িত্বও পালন করেন অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী।

অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী সংসার স্ত্রী হাসিনা ওয়ার্দা চৌধুরী, দুই মেয়ে এবং এক ছেলেকে নিয়ে। তার বড় মেয়ে মুনা চৌধুরী পেশায় একজন ব্যারিস্টার। ছোট মেয়ে শায়লা চৌধুরী পেশায় চিকিৎসক এবং ঢাকার উত্তরা মহিলা মেডিক্যাল কলেজে অধ্যাপনা করেন।

একমাত্র ছেলে বিকল্পধারা বাংলাদেশ এর নেতা মাহী. বি. চৌধুরী। মুন্সিগঞ্জ-১ আসন থেকে তিন দফায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *