সকাল ৭:০০ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

রাষ্ট্র সংস্কারে ৬ কমিশনকে সুপারিশ জানাবে বিএনপি : সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টম্বর ২০২৪

 

রাষ্ট্র সংস্কারের জন্য গঠন করা ৬টি কমিশনকে সংস্কার বিষয়ে বিএনপি সুপারিশ জানাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকার ছয়টি সংস্কার কমিশন করেছেন। কমিটিগুলো এখনো পূর্ণাঙ্গ হয়নি। কমিশন ১ অক্টোবর থেকে কাজ শুরু করবে। আশা করি সংস্কার কমিশনে আমরা কিছু সুপারিশ করবো। কমিশন ডাকলেও যাবো না ডাকলেও যাবো।
সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় অক্ষুন্ন থাকবে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সবাই সমানভাবে বাংলাদেশের অধিকার ভোগ করবো। এখানে কোনো সংখ্যালঘু ও সংখ্যাগুরু থাকবে না। গণআন্দোলনের পরে সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো।

তিনি বলেন, বিদেশে বসে পতিত স্বৈরাচার বাংলাদেশের ভেতরে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ কোনো রকম ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না। দেশে বিভিন্ন রকম ষড়যন্ত্র চলমান রয়েছে এবং ফ্যাসিবাদের দোসররা সব জায়গায় বসে আছে। তারা চেষ্টা করবে একটা বিশৃঙ্খলা করার জন্য। আমরা বিশ্বাস করি এই দেশের জনগণ তা মেনে নেবে না।

এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ নেসারুল হক, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা, সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেনসহ সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

 

জা ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *