সকাল ৯:৩০ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মেয়েকে ছায়াসঙ্গী করেন কেন, যা জানালেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৪

 

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতির বিচ্ছেদের গুঞ্জন যেন ক্রমশ বাড়ছেই। বেশ কিছু দিন ধরেই চলছে তাদের দাম্পত্যে টানাপোড়েন। তৈরি হয়েছে দূরত্ব। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি তারা কেউ-ই। এর মধ্যেই আলোচানা-সমালোচনা শুরু হয়েছে। ঐশ্বরিয়া সর্বত্র মেয়েকে সঙ্গে নিয়ে যান কেন? এমন গুঞ্জন সামাজিকমাধ্যমে চলছে। শুধু আম্বানিদের বিয়ে নয়; ঐশ্বরিয়ার সবসময়ের সফরসঙ্গী মেয়ে আরাধ্যা। সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকেও মেয়েকে নিয়ে গিয়েছিলেন সাবেক এ বিশ্বসুন্দরী।

 

বলিউডের অন্যতম প্রিয় জুটি তারা। অথচ তাদের সম্পর্কের পরিণতি কী হতে চলেছে, তা নিয়ে জল্পনার অন্ত নেই। বলিপাড়ায় কান পাতলেই এখন বচ্চন সংসারের অশান্তি নিয়ে আলোচনা হয়। গত বছরের শেষ থেকেই বচ্চনদের অন্দরমহল নিয়ে মুখর ছিল সামাজিকমাধ্যম। নতুন বছরের শুরুতেই বিরাট চমক দিয়েছিলেন বচ্চন দম্পতি। সপরিবার দোল উদ্যাপন করেছিলেন তারা। এ ছাড়া মেয়ে আরাধ্যা বচ্চনের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে স্বামী ও শ্বশুরের সঙ্গে দেখা গেছে সাবেক বিশ্বসুন্দরীকে। তার পর মেয়ে ও স্ত্রীকে নিয়ে দুবাই ভ্রমণে গিয়েছিলেন জুনিয়র বচ্চন। ফিরে এসেই বাবা-মায়ের বাড়ির কাছে একটি ফ্ল্যাট কেনেন অভিনেতা।

অথচ একে অন্যের থেকে এবার বিচ্ছেদই নাকি চাইছেন তারা। আর সেই খবরের আরও বড় খবর হচ্ছে— ঐশ্বরিয়া কেন মেয়ে আরাধ্যাকে সবসময় সঙ্গে নিয়ে ঘুরেন? প্যারিস ফ্যাশন উইকেও মেয়েকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন তিনি। এই দেখে নেটিজেনদের একাংশের প্রশ্ন— কেন সব জায়গায় মেয়েকে নিয়ে যান অভিনেত্রী? এই একই প্রশ্ন সম্প্রতি এক অনুষ্ঠানের লাল গালিচায় ঐশ্বরিয়ার দিকে ছুড়ে দেন ফটোসাংবাদিকরা। উত্তরে ঐশ্বরিয়া রাই বচ্চন তার মেয়ের হাত ধরে বলেন, ও আমার মেয়ে। ও সব জায়গায় আমার সঙ্গে যাবে।

এর আগে আম্বানিদের বিয়ের আসরে গোটা পরিবার নিয়ে প্রবেশ করতে দেখা গিয়েছিল অভিষেককে। কিন্তু সেখানে ছিলেন না সাবেক বিশ্বসুন্দরী ও তাদের মেয়ে আরাধ্যা। বেশ কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে আলাদাভাবে প্রবেশ করেন ঐশ্বরিয়া। সেখানেই ঘনীভূত হয় বিচ্ছেদের জল্পনা। ঐশ্বরিয়ার সঙ্গী ছিল শুধু তার মেয়ে আরাধ্যা বচ্চন। মেয়ের হাতে হাত রেখেই বিয়ের আসরে ঘুরে বেড়িয়েছিলেন সাবেক এ বিশ্বসুন্দরী।

উল্লেখ্য, ২০০৬ সালে ‘উমরাও জান’ ছবির সময়ে ঐশ্বরিয়ার প্রেমে পড়েছিলেন অভিষেক। তার পরে বছর ২০০৭ সালের ২০ এপ্রিল ধূমধাম করে বিয়ে সারেন এ তারকা জুটি। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বরিয়ার কোলে আসে প্রথম সন্তান— আরাধ্যা বচ্চন। কিন্তু সেই সুখের সংসারে নাকি চিড় ধরেছে। তারা দুজনই বিয়ের আংটি খুলে ফেলেছেন। এর মধ্যেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে জয়া বচ্চনের একটি ভিডিও। পুত্রবধূ ঐশ্বরিয়ার সঙ্গে তার সম্পর্কের সমীকরণ কেমন, তা নিয়ে এই ভিডিওতে কথা বলেছিলেন তিনি। এখন শোনা যাচ্ছে— সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করছেন এ দম্পতি।

 

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *