
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রশিবিরের কৌশল নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করলেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি আন্দোলনে ছাত্রশিবিরের কৌশল নিয়ে কথা বলেন।
ফেসবুক পোস্টে জাহিদুল ইসলাম লেখেন, ‘ছাত্রশিবির কিছু কৌশল অবলম্বন করেছে, যার মাধ্যমে ছাত্র-জনতা এক হয়ে প্রিয় বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে।’
তিনি উল্লেখ করেন, ‘প্রতিটি চিন্তা, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সবাই এক হয়ে কাজ করেছে। ফলে আলহামদুলিল্লাহ প্রায় ১৫ বছরের স্বৈরাচারী জুলুম থেকে জাতির প্রাথমিক মুক্তি মিলেছে।’
ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে সব ব্যক্তি, দল ও মতের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল লেখেন, ‘আমরা সব ব্যক্তি, দল ও মতের নিকট আহ্বান করছি, আপনারাও এমন শত কৌশল করে এই দেশটাকে ভালো কিছু দিন। আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।’
এএএম/ এনজি