সকাল ৬:৫৯ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দর্শকদের পছন্দের তালিকায় ৪টি সিরিজ, সিনেমা মাত্র ১টি

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর ২০২৪

ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) বিশ্বের সবচেয়ে বড় অনলাইন চলচ্চিত্রের তথ্যভান্ডার। এখান থেকে জানা যায় বিশ্বের কোন সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ বেশি। আইএমডিবি নিয়মিত সপ্তাহের জনপ্রিয়তায় থাকা সিনেমার তালিকা তৈরি করে। মজার ব্যাপার হচ্ছে, এই তালিকায় চারটিই সিরিজ, মাত্র একটি সিনেমা। আসুন জেনে নিই, এই সপ্তাহে দর্শকদের পছন্দের তালিকায় থাকা পাঁচটি সিনেমা–সিরিজের তালিকা।

মিনি টিভি সিরিজ ‘দ্য পারফেক্ট কাপল’–এ শুরুতেই জমকালো একটি বিয়ে শেষ হয়। তারপরই ঘটতে থাকে নানান অঘটনা। অপরাধ ও রহস্যে ঘেরা এই সিরিজ ৫ সেপ্টেম্বর মুক্তি পায়। এটি এখনো ভক্তদের পছন্দে শীর্ষে রয়েছে।
মিনি টিভি সিরিজ ‘দ্য পারফেক্ট কাপল’–এ শুরুতেই জমকালো একটি বিয়ে শেষ হয়। তারপরই ঘটতে থাকে নানান অঘটনা। অপরাধ ও রহস্যে ঘেরা এই সিরিজ ৫ সেপ্টেম্বর মুক্তি পায়। এটি এখনো ভক্তদের পছন্দে শীর্ষে রয়েছে।ছবি: আইএমডিবি

গত সপ্তাহে মুক্তির পরে আলোচনায় রয়েছে ‘দ্য পেঙ্গুইন’ সিরিজ। ক্রাইম, ড্রামা, ফ্যান্টাসি ঘরানার এই সিরিজ পছন্দের তালিকায় ২ নম্বরে রয়েছে। এর আইএমডিবি রেটির ৮.৮।
গত সপ্তাহে মুক্তির পরে আলোচনায় রয়েছে ‘দ্য পেঙ্গুইন’ সিরিজ। ক্রাইম, ড্রামা, ফ্যান্টাসি ঘরানার এই সিরিজ পছন্দের তালিকায় ২ নম্বরে রয়েছে। এর আইএমডিবি রেটির ৮.৮।ছবি: আইএমডিবি

সত্য ঘটনা নিয়ে তৈরি এই সিরিয়াল কিলারের গল্প ‘মনস্টারস’। এটি অ্যান্থলজি সিরিজ। এক নরখাদকের ভয়াবহ অপরাধের গল্প। ৭.৯ আইএমডিবি রেটিং নিয়ে এটি ভক্তদের পছন্দের তালিকায় ৩ নম্বরে রয়েছে।
সত্য ঘটনা নিয়ে তৈরি এই সিরিয়াল কিলারের গল্প ‘মনস্টারস’। এটি অ্যান্থলজি সিরিজ। এক নরখাদকের ভয়াবহ অপরাধের গল্প। ৭.৯ আইএমডিবি রেটিং নিয়ে এটি ভক্তদের পছন্দের তালিকায় ৩ নম্বরে রয়েছে।ছবি: আইএমডিবি

টিভি সিরিজ ‘দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিংস অব পাওয়ার’ আলোচনায় রয়েছে। এ যেন এক মহাকাব্য, হাজার বছর আগের ঘটনা নিয়ে নির্মিত এটি। অ্যাডভেঞ্চার, অ্যাকশন ঘরানার সিরিজটিতে প্রায় চার লাখ ভক্ত ভোট দিয়েছেন। আইএমডিবি রেটিং ৬.৯।
টিভি সিরিজ ‘দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিংস অব পাওয়ার’ আলোচনায় রয়েছে। এ যেন এক মহাকাব্য, হাজার বছর আগের ঘটনা নিয়ে নির্মিত এটি। অ্যাডভেঞ্চার, অ্যাকশন ঘরানার সিরিজটিতে প্রায় চার লাখ ভক্ত ভোট দিয়েছেন। আইএমডিবি রেটিং ৬.৯।ছবি: আইএমডিবি

এ তালিকায় একমাত্র সিনেমা ‘বিটলজুস বিটলজুস’ রয়েছে। ডার্ক কমেডি, ডার্ক ফ্যান্টাসি ঘরানার সিনেমাটি ৫ নম্বরে রয়েছে। সিনেমাটি ৬ সেপ্টেম্বর মুক্তি পায়। ইতিমধ্যে সিনেমাটিকে প্রায় ৫০ হাজার দর্শক ভোট দিয়েছেন। একটি পরিবারের বিয়োগান্ত ঘটনার পরে দীর্ঘদিন পরে পরিবারটি বাড়ি ফেরার ঘটনা দিয়ে শুরু হয় সিনেমাটি। ১ ঘণ্টা ৪৫ মিনিটের এই সিনেমার আইএমডিবি রেটিং ৭।
এ তালিকায় একমাত্র সিনেমা ‘বিটলজুস বিটলজুস’ রয়েছে। ডার্ক কমেডি, ডার্ক ফ্যান্টাসি ঘরানার সিনেমাটি ৫ নম্বরে রয়েছে। সিনেমাটি ৬ সেপ্টেম্বর মুক্তি পায়। ইতিমধ্যে সিনেমাটিকে প্রায় ৫০ হাজার দর্শক ভোট দিয়েছেন। একটি পরিবারের বিয়োগান্ত ঘটনার পরে দীর্ঘদিন পরে পরিবারটি বাড়ি ফেরার ঘটনা দিয়ে শুরু হয় সিনেমাটি। ১ ঘণ্টা ৪৫ মিনিটের এই সিনেমার আইএমডিবি রেটিং ৭।ছবি: আইএমডিবি
ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *