দুপুর ১২:৪৮ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে হামলায় আহত জিলানীকে দেখতে হাসপাতালে ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৪

গোপালগঞ্জে হামলায় আহত স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি বিএসএমএমইউতে যান। সেখানে জিলানীসহ শুক্রবারের হামলায় আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

এর আগে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা সদরের ঘোনাপাড়া এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হন। সাংবাদিকসহ আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

 

কেএইচ/এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *