নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টম্বর ২০২৪
ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে আগামী ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভা এবং আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের দিন ১৫ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি।
আজ বুধবার দুপুরে নয়া পল্টনে বিএনপি ও অঙ্গসংগঠনের এক যৌথ সভা শেষে এক সাংবাদিক সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, আমরা দুইদিনের কর্মসূচি হাতে নিয়েছি। একটি হচ্ছে ছাত্র-জনতার অভ্যুত্থান ও স্বৈরাচার আওয়ামী শাসনামলে গণতন্ত্রের জন্য প্রাণ দেয়া শহীদদের স্মরণে ১৪ সেপ্টেম্বর স্মরণ সভা হবে। এটি আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে করব। বিকাল ৩টা থেকে এই স্মরণ সভাটি হবে।
দ্বিতীয়টি হলো গণতন্ত্র দিবসের দিন আমরা সমাবেশ করবো। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দি উদ্যানে এই সমাবেশটি করতে চাই। এছাড়া ওই দিন সারাদেশে বিভাগীয় পর্যায়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। দুইদিনের কর্মসূচি সফল করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবি র খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মহানগর বিএনপির রফিকুল আলম মজনু, আমিনুল হক, তানভীর আহমেদ রবিন, যুবদলের মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, কৃষক দলের মোশারফ হোসেন ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব, নাছির উদ্দীন নাছির প্রমূখ উপস্থিত ছিলেন।
জা ই/ এনজি