ভোর ৫:৪০ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সমালোচকদের কড়া জবাব দিলেন অনন্যা পাণ্ডে

বিনোদন ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৪

 

কাজ যতই ভালো হোক, কিছু মানুষ নেতিবাচক মন্তব্য করবেনই। যে ভাবেই হোক খুঁত খুঁজে বার করবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। একাধিক বার ট্রোলিংয়ের শিকার হয়েছেন তিনি।

অভিনয়ের দক্ষতা নিয়েও বার বার প্রশ্নের মুখে পড়েছেন। সমালোচকদের বিষয়ে প্রশ্ন করা হলে সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘সবাইকে কিছু না কিছু বলা হয়েই থাকে। সমালোচনা হবেই কিন্তু আমি বুঝে গিয়েছি, এগুলোতে কর্ণপাত করাই উচিত নয়।’

অনন্যার ভাষ্য, ‘আমি যাই করি না কেন, তারা নিন্দা করবেই। দিন শেষে ঠিক নেতিবাচক কোনও বিষয় তারা খুঁজে বার করবে। তাই ভাল কাজ করার উপরে মনোযোগ দেওয়া উচিত।’

এদিকে মুক্তি পেয়েছে অনন্যার ওয়েব সিরিজ ‘কল মি বে’। এই সিরিজের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন তার প্রেমিক ওয়াকার ব্ল্যাঙ্কো। ভক্ত-অনুরাগীরা মনে করেছেন, এই পোস্ট করেই সম্পর্কে সিলমোহর দিলেন ওয়াকার।

 

জুলাই মাসে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রতিটি অনুষ্ঠানেই হাজির ছিলেন অনন্যা। সেই বিয়ের আসর থেকেই নাকি ওয়াকারের সঙ্গে অনন্যার প্রেম। ওয়াকার পেশায় প্রাক্তন মডেল। বর্তমানে তিনি অম্বানীদের ‘ভন্তারা অ্যানিম্যাল পার্ক’-এ কাজ করেন।

অনন্যার এক ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে বলেন, ‘ক্রুজ পার্টিতে অনন্যার সঙ্গে ওয়াকারের প্রথম দেখা। ওদের পরস্পরকে ভাল লেগেছে। বর্তমানে দু’জন পরস্পরকে জানার চেষ্টা করছেন। দু’জনের মধ্যে ভালো বন্ধুত্বও তৈরি হয়েছে।’

 

এমআইকে/ এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *