দুপুর ১:৩৬ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জামিল আহমেদ কীভাবে শিল্পকলার ডিজি হয় প্রশ্ন রিজভীর

নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টম্বর ২০২৪

 

শিল্পকলা একাডেমীর মহাপরিচালক পদে সৈয়দ জামিল আহমেদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এই প্রশ্ন তুলেন।

তিনি বলেন, শিল্পকলা একাডেমীর ডিজি বানানো হয়েছে, কি যেন নাম সৈয়দ জামিল আহমেদ। এগুলো হচ্ছে কি?। তিনি কিন্তু কয়েকদিন আগে বলেছেন, পালিয়ে থাকা রামেন্দ্র মজুমদার, নাসির উদ্দিন বাচ্চুৃ এদেরকে নিয়ে আসা দরকার। তারা পালিয়েছে কেনো? ওরা আত্মগোপনে আছে কেনো? আমরা দেখছি যারা ভদ্র আওয়ামী লীগার লোকেরা তারা তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তারা তো দিব্যি বাজার-হাট করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। এই যে সচিবালয়ে যারা কাজ করেন তারা তো সবাই বিএনপির না। কৈ তাদেরকে তো কেউ কিছু বলছে না। এরা পালিয়ে যাচ্ছে কেনো?

কারণ এরা ১৬ বছর ধরে শেখ হাসিনার অন্যায়কে ন্যায্যতা দান করেছেন, এই সমস্ত নাট্যকার, এই সমস্ত সাংস্কৃতিজীবী, এই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীরা তারা এই কাজটি করেছেন। করেছেন মুনতাসীর মামুনরা, শাহরিয়ার কবিররা। আপনি সৈয়দ জামিল আহমেদদেরকে নিয়ে কিসের রাষ্ট্র পরিচালনা করবেন?

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য করে রিজভী বলেন, আবার তাদের নিয়ে আসবেন? আবার আপনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান। আপনি যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান তাহলে হয়ত আপনাদের সুবিধা হতে পারে। কিন্তু গোটা জাতি চিরদিনের জন্য ক্রতদাস হয়ে যাবে, বন্দি হয়ে যাবে শেখ হাসিনার কাছে, আর শেখ হাসিনার প্রভু ভারতের কাছে। গোটা জাতিকে তারা উন্মুক্ত একেবারে কারাগারে পরিণত করবে এবং তাদের হাত থেকে আর বের হওয়া যাবে না। সুতরাং এই বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন নাট্য নির্দেশক সৈয়দ জামিল আহমেদকে শিল্পকলা একাডেমীর মহাপরিচালক পদে দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।

সরকারের পালাবদলের পর শিল্পকলায় লিয়াকত আলী লাকী যুগের অবসানের পর এ দায়িত্বে কে আসছেন তা নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে আলোচনা থাকার মধ্যে এ নিয়োগ হল। সাত দফায় মেয়াদ বাড়ানোর পর ১৩ বছর এ দায়িত্বে ছিলেন লাকী।
গতকাল দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের পক্ষ থেকে ছাত্র-জনতার আন্দোলনে নিহত তিন পরিবারকে আর্থিত সহযোগিতা দেন রিজভী এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

ডিসি নিয়োগ প্রসঙ্গে রিজভী বলেন, ৩৪ জন ডিসি দিয়েছেন। এই ডিসিদের সবগুলো ছিলো ছাত্রলীগের। ছাত্রলীগের মধ্যে যে ভালো ছেলে নাই তা তো না। কিন্তু অধিকাংশই আপনারা কোটা বৃদ্ধি করে তাদেরকে নিয়েছেন, এটাও মেরিটে আসতে পারত না। এরা এখন ডিসি হয়ে গেছে। এরা তো গণতন্ত্রের পক্ষে কাজ করবে না। আজকে যে অপরাধ করেছে, আজকে যে আয়না ঘর যারা করেছে, আজকে সাগর-রুনির হত্যাকান্ড যারা ধামাচাপা দিয়েছে, যারা একের পর এক দুষ্কর্ম করেছে, তাদেরকে কেনো প্রশ্রয় দেবেন না।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সকলের আস্থা আছে। বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস প্রত্যেকের শ্রদ্ধাভাজন মানুষ। কিন্তু উনাদের দেখতে হবে এই পরাজিত ভয়ংকর স্বৈরশাসকের দোসররা তারা যদি মাথাচাড়া দেয়, তাহলে তো আবার সেই পরিস্থিতি তৈরি হবে। রাস্তা থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাবে যাকে পছন্দ হয়, যে মেয়েকে পছন্দ হয়?, ক্যাসিনো খুললো কারা একের পর এক? গোটা দেশ সমাজকে কারা ধবংসের দিকে নিয়ে গেছে। একজন ছাত্রলীগ নেতা ২ হাজার কোটি টাকা পাচার করেছে এদেরকে সম্পর্কে সজাগ থাকতে হবে।

রিজভী বলেন, আমরা এখন দেখতে পাচ্ছি কেউ কেউ আবার বলছে শেখ হাসিনার সঙ্গে সংলাপ করা দরকার দেশে একটি স্থিতিশীল পরিবেশের জন্য। কেন? হিটলারের সঙ্গে কী সংলাপ করা যায়? আবার আমরা ইয়াহিয়া খান, টিক্কা খানকে ডেকে নিয়ে এসে সংলাপ করবো?

এসময় আরও উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব মিথুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুর রহমান তুষার, যুবদল নেতা মেহবুব মাসুম শান্ত, ছাত্রদল নেতা তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

 

জা ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *