সকাল ৭:০৩ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে টি-টেন লিগে সাকিব–তামিম

ক্রীড়া প্রতিবেদক
২৮ আগস্ট ২০২৪

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের অধীনে টি-টেন টুর্নামেন্ট ‘সিক্সটি স্ট্রাইকার্সে’ খেলবেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ছয় দলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ৪ অক্টোবর, শেষ ১৪ অক্টোবর। টুর্নামেন্টের সব ম্যাচই হবে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে।

সাকিব ও তামিম ছাড়া এই টুর্নামেন্টে খেলবেন, এমন আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য নাম অ্যাঞ্জেলো ম্যাথুস, ইমরান তাহির, মোহাম্মদ নবী, কুশল মেন্ডিস, হাশমতউল্লাহ শহীদি ও শহীদ আফ্রিদি।

টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের সামাজিক যোগাযোগমাধ্যমে তামিম এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমি ন্যাশনাল ক্রিকেট লিগে অংশ নেব, যা শুরু হবে ৪ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত। আমি বাংলাদেশের সমর্থকদের মাঠে দেখার অপেক্ষায় আছি। আমি জানি, বাংলাদেশের অনেকেই সেখানে (ডালাস) থাকেন। টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত।’

সাকিবের ‘সিক্সটি স্ট্রাইকার্সে’ খেলার বিষয়টি নির্ভর করবে বাংলাদেশের ভারত সফরের টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়ার ওপর। নাজমুলরা আগামী মাসে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারত সফর করবেন। এই টুর্নামেন্টের সঙ্গে ভারতের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের সময় মিলে যাচ্ছে।

 

ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শেষ হওয়ার পর শুরু টি–টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে আগামী ৬, ৯ ও ১২ অক্টোবর। বিসিবি সূত্রে জানা গেছে, সাকিবের সিক্সটি স্ট্রাইকার্সে খেলা নির্ভর করবে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা না–থাকার ওপর।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *