সকাল ৭:০৮ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের অবস্থান

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ আগস্ট ২০২৪

 

রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থান নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (৪ আগস্ট) দলটির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে অবস্থান করতে দেখা গেছে তাদের।

বেলা ১১টা থেকেই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা খণ্ড খণ্ড ভাগে ভাগ হয়ে গোলাপ শাহ মাজার, পাতাল মার্কেট, বঙ্গবন্ধু স্টেডিয়াম গেট, ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারসহ আশপাশের এলাকা থেকে কার্যালয়ের দিকে আসেন।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর দুই সিটি করপোরেশনের আওতাধীন সব ওয়ার্ড এবং দেশের সব জেলা ও মহানগরে আজ কর্মী জমায়েত কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ।

এদিকে ১ দফা দাবিতে সারাদেশে ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

জা ই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *