রাত ৯:০২ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বৃষ্টিতে ভিজে চাঁদপুরে শিক্ষার্থীদের গণমিছিল

জেলা প্রতিনিধি, চাঁদপুর
৩ আগস্ট ২০২৪

 

বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিলে নেমেছেন চাঁদপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে চাঁদপুর সরকারি কলেজের গেইট থেকে সমবেত হতে থাকেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

দুপুর ১টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকার ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থীরা। এসময় তাদের সাথে পুলিশ বাহিনীর সদ্যসদেরও দেখা গেছে।

জানা গেছে, সারাদেশে বিক্ষোভ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে রোববার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণায় জানানো হয়, সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা সঙ্গে লাঠি নিয়ে এসেছেন। তারা একসঙ্গে স্লোগান দিচ্ছেন। দু-একজন ছাতা আনলেও এক-তৃতীয়াংশ আন্দোলনকারী মাথায় পলিথিন বেঁধে বৃষ্টিতে বিক্ষোভ করছেন। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। বাড়িয়েছেন টহল।

 

এ সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান শুরু করে। ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই,’ ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র করোর বাপের না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে আন্দোলনের সমন্বয়করা বলেন, ‘শহীদ হওয়া ছাত্রদের খুনিদের বিচার না হওয়া পযর্ন্ত শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবেন না। ৯ দফা দাবি আদায়ে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে, চলবে।’

জেলা পুলিশের অতিরিক্তি সুপার সুদীপ্ত রায় ঢাকা পোস্টকে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালনে পুলিশ কখনো বাধা দেবে না। পুলিশ সতর্ক অবস্থায় ছিল।এখন পর্যন্ত কোন অপ্রতিকর ঘটনা ঘটে নাই।

 

 

এনটি /এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *