জ্যেষ্ঠ প্রতিবেদক
০১ আগস্ট ২০২৪
বাংলাদেশ জামায়াতে ইসলামী নিষিদ্ধের বিষয় নিয়ে দলীয় ফোরামে আলোচনার পর আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারির পর বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি নিয়ে এখনই কোনো কমেন্ট করবো না। আগে দলীয় ফোরামে আলোচনা হোক।
তবে সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবার রাজনীতি করার অধিকার রয়েছে। সরকার চলমান কোটা সংষ্কার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জামায়াত নিষিদ্ধ করার কথা বলছে।
জা ই/ এনজি