রাত ১:৫১ | মঙ্গলবার | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সাবিলাকে নিয়েই শাকিব খানের ‘তাণ্ডব’

বিনোদন ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫

 

‘বরবাদ’-এর রেশ এখনো কাটেনি। তার আগেই শাকিব খানের কুরবানির ঈদের সিনেমার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আসন্ন ঈদের জন্য ‘তাণ্ডব’ নামে একটি সিনেমার শুটিং করছেন তিনি। এই সিনেমায় তার নায়িকা নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল। অবশেষে জানা গেল, ‘তাণ্ডব’-এ শাকিবের বিপরীতে কাজ দেখা যাবে ছোটপর্দার অভিনেত্রী সাবিলা নূরকে।

‘তাণ্ডব’ সিনেমাটি নির্মাণ করছেন ‘তুফান’, ‘সুড়ঙ্গ’ খ্যাত নির্মাতা রায়হান রাফী। সিনেমা সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রিয়তমা, তুফান, বরবাদের পর ‘তাণ্ডব’ দিয়েও বাজিমাত করবেন শাকিব খান।

তাণ্ডবে সাবিলার বিষয়টি প্রকাশ্যে এসেছে শুটিং চলাকালীন সোমবার (২৮ এপ্রিল) দুপুরে লিক হওয়া কয়েক সেকেন্ডের ফুটেজে! জানা যায়, ঢাকার এফডিসির পর উত্তরবঙ্গের কোনো এক লোকেশনে শাকিব-সাবিলা শুটিং করছেন। যেখানে শাকিবকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করছেন।

‘তাণ্ডব’ নিয়ে নির্মাতা রাফী বলেছেন, ‘নায়িকার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। কদিন পর টিজার আসবে তখন সবাই জানতে পারবেন। কয়েকটি দিন অপেক্ষা করতে হবে।’

আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে ‘তাণ্ডব’। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে আলফা আই এসভিএফ এন্টারটেইনমেন্টের ব্যানারে।

 

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *