রাত ১:৩৯ | মঙ্গলবার | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিমানবন্দরে সুমিতকে জড়িয়ে আবেগে ভাসলেন ঋতাভরী, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫

 

ঠিক যেন রোমান্টিক কোনো সিনেমার দৃশ্য। ট্রলিব্যাগ হাতে বিমানবন্দরে মনের মানুষ। আর তাকে দেখতে পেয়ে আবেগে বুঁদ তরুণীর দৌড়। কাছাকাছি যাওয়া মাত্রই একে অপরকে জড়িয়ে ধরলেন। এভাবেই বুকে আগলে কখন যে বেশ কয়েক মিনিট কেটে গেল, তা বোধহয় বুঝতেই পারেননি দু’জনের কেউ। ততক্ষণে আশেপাশের লোকজন অবশ্য বিভিন্ন প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। কিন্তু তাতে কী! প্রেম কী আর এসব শোনে? বলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও চিত্রনাট্যকার সুমিত অরোরার ঠিক এমনই এক প্রেমঘন মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

সুমিত অরোরাকে বুকে জড়িয়ে ধরা ওই ভিডিও শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘প্রত্যেকবার বিমানবন্দরে জড়িয়ে ধরার মুহূর্তরা দীর্ঘ! দীর্ঘতম– আমরা যদি একে অপরের থেকে দূরে থাকি। দূরে দূরে থাকা খুবই কঠিন। কিন্তু যদি তুমি সঠিক মানুষ নির্বাচন কর– প্রতিবারের মূল্য যেন ৬ বছর। আমরা একসঙ্গে থাকি আর না থাকি। সব সমান। একে অপরকে দেখলে উত্তেজনা থাকে একইরকম।

সময়টা ২০১৭ সাল। ‘নেকেড’ শর্টফিল্মের কাজে ব্যস্ত ঋতাভরী। সুমিত ব্যস্ত ‘হোয়াইট শার্ট’ নিয়ে। দু’টি শর্টফিল্মই ‘টপ ফাইভ শর্টফিল্মস টু ওয়াচ আউট’-এর তালিকায় উঠে আসে। সেই সূত্রে সুমিত অরোরার সঙ্গে পরিচয়। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে বলিউডের চিত্রনাট্যকার সুমিতের ফ্রেন্ড রিকোয়েস্ট পান ঋতাভরী। বন্ধুত্বের প্রস্তাবে সাড়াও দেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে কথাবার্তা হত দু’জনের। এরপর ‘পরী’ ছবির শুটিংয়ের সময় মুম্বাইয়ে সুমিতের সঙ্গে দেখাও হয় ঋতাভরীর। তারপর কখনো কলকাতার অলিগলি, আবার কখনো শান্তিনিকেতনে দেখা হয়েছে দু’জনের। ধীরে ধীরে কাছের বন্ধু থেকে প্রেমিক হয়ে যান সুমিত। চলতি মাসেই বাগদান পর্ব সারেন ঋতাভরী ও সুমিত। স্যোশাল মিডিয়ায় নিজেই সুখবর জানান অভিনেত্রী।

ক্যালেন্ডার অনুযায়ী, বৈশাখ হলেও আপাতত ঋতাভরী-সুমিতের জীবনে যেন ভরা বসন্ত। বিমানবন্দরের আবেগঘন মুহূর্ত শেয়ার করার পর থেকে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দু’জনে।

 

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *