ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমার নাম ‘তাণ্ডব’। আসছে কোরবানি ঈদে ছবিটি মুক্তি পাবার টার্গেট নিয়ে তৈরি হচ্ছে। ইতোমধ্যে এ সিনেমায় ৭০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফী।
শাকিবকে নিয়ে রায়হান রাফীর দ্বিতীয় সিনেমা এটি। এর আগে ‘তুফান’ ছবিতে অসামান্য সাফল্য পেয়েছেন নায়ক-পরিচালক জুটি।
এরই মধ্যে ছবিটির ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হয়েছে। সেখানে ব্যতিক্রম লুকে চমক দেখিয়েছেন শাকিব খান। পোস্টারটি ভাইরালও হয়েছে।
তবে ছবিতে শাকিবের সঙ্গে নায়িকা কে থাকছেন, সেটা এখনো প্রকাশ করেননি সংশ্লিষ্টরা। শোনা যাচ্ছে, দেখা যেতে পারে জয়া আহসান, সাবিলা নূর, এমনকি ওপারের কোয়েল মল্লিককেও। এই নামগুলোর কাউকেই নিশ্চিত করছেন না রাফী। তিনি বলেন, ‘নায়িকার নাম আপাতত চমক হিসেবেই রেখেছি। পুরোদমে শুটিং চলছে। এরই মধ্যে ৭০ শতাংশ শুটিং সম্পন্ন। কয়েক দিনের মধ্যেই আরেকটা চমক হাজির করব দর্শকের সামনে।’
এদিকে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল নিশ্চিত করেছেন, ‘তাণ্ডব’ ছবিতে শাকিবের সঙ্গে দেখা যাবে দুজন নায়িকাকে। কারা সেই দুজন তা জানা যাবে আরও পরে।
ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন বলে আলোচনায় এসেছে অভিনেতা আফরান নিশোর নাম। এ তথ্যটিও নিশ্চিত করেনি ‘তাণ্ডব’ সিনেমার টিম।
ফা আ/ এনজি