রাত ১:৫৮ | মঙ্গলবার | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঋতুপর্ণার ‘ম্যাডাম সেনগুপ্ত’ সিনেমার পোস্টার নিয়ে বিতর্কে

বিনোদন ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫

ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘ম্যাডাম সেনগুপ্ত’ শিগগির মুক্তি পেতে যাচ্ছে। আজ (২৮ এপ্রিল) এ সিনেমা পোস্টার প্রকাশ্যে এসেছে। এরপরই শুরু হয়েছে পোস্টারটি নিয়ে তুমুল বিতর্ক।

‘ম্যাডাম সেনগুপ্ত’ সিনেমাটির গল্প গড়ে উঠেছে সুকুমার রায়ের আবোল তাবোল হত্যা রহস্যকে কেন্দ্র করে। সে কারণেই প্রকাশ করা এ সিনেমার পোস্টার জুড়ে রয়েছে সুকুমার রায়ের আবোল তাবোল বইটির বিভিন্ন ছবি। হুঁকোমুখো হ্যাংলা থেকে প্যাঁচা প্যাঁচানি, বাবুরাম সাপুড়ে- সব ছবি পোস্টারে স্থান দেওয়া হয়েছে। আর এর মাঝে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও রাহুল বসু। এ নিয়ে এখন আলোচনা-সমালোচনা জমে উঠেছে।

‘আবোল তাবোল’ বইটির যেসব ছবি পোস্টারে ব্যবহৃত হয়েছে সেগুলো সবই শিল্পী বিমল দাসের আঁকা সুকুমার রায়ের বইয়ের জন্য। কিন্তু পোস্টারে সেটার বা শিল্পীর কারও কৃতজ্ঞতা জানানো হয়নি ম্যাডাম সেনগুপ্ত সিনেমাটির নির্মাতাদের পক্ষ থেকে। সে কারণেই এ নিয়েই বিতর্ক শুরু হয়েছে।

সিনেমাটির পোস্টার শেয়ার করে কলকাতার জনপ্রিয় চিত্রশিল্পী দেবাশিস দেব ক্ষোভ প্রকাশ করেন। কেন বিমল দাসের নাম নেই সেটা নিয়ে প্রশ্ন তোলেন, শুধু তাই নয় ‘ম্যাডাম সেনগুপ্ত’ সিনেমার নির্মাতাকে এ ভুল শুধরে নিতেও অনুরোধ জানান।

সোশ্যাল মিডিয়ায় দেবাশিস দেব আরও লেখেন, ‘এ সিনেমার পোস্টার প্রয়াত শ্রী বিমল দাসের আঁকা সব ছবি ব্যবহার করেছে যা তিনি আবোল তাবোলের একটি এডিশনের জন্য করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এ সিনেমার প্রচারণা বিভাগ সেই প্রাপ্য ক্রেডিট দিতে ভুলে গেছেন।’

‘ম্যাডাম সেনগুপ্ত’ সিনেমাটির পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। আসছে ৪ জুলাই সিনেমাটি মুক্তি পাবে্। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, রাহুল বসু।

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *