রাত ২:০৬ | মঙ্গলবার | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দেড় বছর পর ফিরলেন টয়া

বিনোদন প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৫

নাচ দিয়ে শোবিজ যাত্রা শুরু হলেও অভিনয়ের মাধ্যমেই মুমতাহিনা চৌধুরী টয়া হয়ে উঠেছেন পরিচিত মুখ। নাটক ও বিজ্ঞাপনে কাজ করে তিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন। কাজের ব্যস্ততার বাইরে টয়া বরাবরই ঘুরে বেড়াতে ভালোবাসেন। সম্প্রতি ছিল তার জন্মদিন, যা তিনি উদযাপন করেছেন পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে।

নতুন খবর হলো, দীর্ঘ প্রায় দেড় বছরের বিরতি শেষে আবারও পর্দায় ফিরেছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। সবশেষ টয়াকে দেখা গিয়েছিল তপু খান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসার রঙ’-এ। তবে এবার তিনি ফিরেছেন ভিন্ন ভূমিকায়- উপস্থাপক হিসেবে।

সম্প্রতি তিনি শেষ করেছেন খাবারের উপস্থাপনা বিষয়ক রিয়েলিটি শো ‘আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং’-এর দ্বিতীয় সিজনের শুটিং। শোটি নিয়ে টয়া বলেন, ‘অন্যান্য অনেক শোয়ের চেয়ে এটা আলাদা। রান্নার পরে খাবার কিভাবে সুন্দরভাবে প্লেটিং করা যায়, সেই শিল্পটাই এখানে দেখানো হচ্ছে।’

শুধু তাই নয়, এ শোতে অতিথি হিসেবে অংশ নিয়েছেন দেশের জনপ্রিয় শিল্পীরা। তাদের মধ্যে আছেন জয়া আহসানের মতো তারকাও।

পর্দায় ফেরা প্রসঙ্গে টয়া বলেন, ‘একান্ত ইচ্ছা থেকেই বিরতি নিয়েছিলাম। নিজের জন্য সময় দরকার ছিল। দীর্ঘদিন পর আবার কাজে ফিরতে পেরে ভালো লাগছে। যদিও প্রথম দুইদিন একটু কষ্ট হয়েছিল, পরে সব ঠিক হয়ে যায়। অনেক দিন পর উপস্থাপনায় ফিরেছি, খুব এনজয় করেছি। শিগগিরই আরও কিছু নতুন কাজের খবর দেব।’

জানা গেছে, ‘আর্ট অব প্লেটিং: সিজন ২’ সম্প্রচার শুরু হয়েছে ২৫ এপ্রিল থেকে। প্রতি শুক্র ও শনিবার বাংলা ভিশনে রাত ৮টা ১৫ মিনিটে, আরটিভিতে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ও দীপ্ত টেলিভিশনে রাত ৯টা ৩০ মিনিটে দেখা যাবে অনুষ্ঠানটি।

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *