স্পোর্টস ডেস্ক
পেশাদার ক্যারিয়ারে ১০০০তম গোলের লক্ষ্যে বেশ জোরেশোরেই এগিয়ে চলেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগেও প্রায় নিয়মিতই তিনি গোল করছেন। যদিও দলীয়ভাবে কাঙ্ক্ষিত সাফল্য সেভাবে পাচ্ছে না সিআরসেভেনের দল আল-নাসর। রিয়াল মাদ্রিদে তার এক সময়কার সতীর্থ করিম বেনজেমার আল-ইত্তিহাদের সঙ্গে আগামী মাসের শুরুতেই ম্যাচ রয়েছে। তার আগে ফরাসি তারকা খোঁচা দিয়ে বসলেন রোনালদোকে।
নিজেদের সর্বশেষ জয়ের ম্যাচেও একটি গোল করেছেন বেনজেমা। এরপরই গণমাধ্যমের পক্ষ থেকে তাকে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়। চলমান সৌদি প্রো লিগে এখন পর্যন্ত ১৮টি গোল করেছেন সাবেক এই ফরাসি স্ট্রাইকার। তার চেয়ে ৫ গোল বেশি করে তালিকার শীর্ষে অবস্থান করছেন রোনালদো। অর্থাৎ, সর্বোচ্চ গোলদাতার প্রতিযোগিতাটা চলছে সাবেক দুই সতীর্থের মাঝেই।
ইউরোপীয় ক্লাব ছেড়ে রোনালদো সৌদি ক্লাবটিতে যোগ দেন ২০২৩ সালের জানুয়ারিতে। এরপর বেনজেমা, নেইমার, কান্তে, সাদিও মানেসহ আরও অনেকেই নাম লেখান মধ্যপ্রাচ্যের এই ফুটবল প্রতিযোগিতায়। ক্লাব ফুটবলে বর্ণাঢ্য ক্যারিয়ার গড়লেও আল-নাসরকে বড় কোনো সাফল্য এনে দিতে পারেননি রোনালদো। ক্লাবটি সৌদি প্রো লিগে সর্বশেষ জিতেছে ২০১৮-১৯ মৌসুমে। এর পরবর্তী চার মৌসুমের মধ্যে আল-হিলাল ৩ এবং বেনজেমার ইত্তিহাদ একবার শিরোপা উৎসব করেছে।