রাত ৩:৫৭ | মঙ্গলবার | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

লড়াই করেও হারল বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৫

 

 

নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দারুণ লড়াই করেছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। মাত্র ৭ পয়েন্টের ব্যবধানে হেরেছে শ্রাবণীরা। নেপাল আজ ২৯-২২ পয়েন্টে জিতে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল। আগামীকাল সিরিজের তৃতীয় ম্যাচ।

নেপালের ললিতপুরের সাতদোবাতোয় তায়কোয়ান্দো হলে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই প্রাধান্য ছিল স্বাগতিক নেপালের। গতকাল প্রথম ম্যাচের চেয়ে আজকের খেলায় ভালো গতি ছিল বাংলাদেশের খেলোয়াড়দের। প্রথমার্ধে নেপালের পয়েন্ট ছিল ১৮ আর বাংলাদেশের ৮। গতকাল যে ব্যবধান ছিল তিন গুণ (১৮/৬)।

বিরতির পর দারুণ খেলেছে বাংলাদেশ। সুপার ট্যাকল করে বেশ কয়েকটি পয়েন্ট আদায় করে নেন শ্রাবণীরা। দ্বিতীয়ার্ধে নেপাল পেয়েছে ১১ পয়েন্ট, সেখানে বাংলাদেশ আদায় করেছে ১৪। প্রথমার্ধের অতিরিক্ত ব্যবধানের জন্য হেরে কোর্ট ছাড়তে হয় বাংলাদেশের।

কোচ আরদুজ্জামান মুন্সী বাংলাদেশের উন্নতির অনেক জায়গা দেখছেন। আজকের ম্যাচে তার দল ভালো খেলেছে বলে মনে করেন তিনি, ‘প্রথম ম্যাচে বাংলাদেশ ডিফেন্স ও আক্রমণ দুই জায়গাতেই অনেক খারাপ করেছিল। আজকে অবশ্য ডিফেন্স অনেক ভালো করেছে। আশা করছি সামনের ম্যাচগুলোতে আমরা আরো ভালো করব। আমাদের বাকি যে তিন ম্যাচ রয়েছে সেখান থেকে আশা করছি আমরা দুটো ম্যাচ জিততে পারব। যদিও আমরা সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছি। তবে বলব ইনজুরি ও ফিটনেসের কারণে আমরা পিছিয়ে আছি।’

গতকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বাংলাদেশ ৪১-১৮ পয়েন্টে হেরেছিল। আজ দ্বিতীয় ম্যাচে বেশ প্রতিদ্বন্দ্বিতা করেছে। নেপালের নারী কাবাডি দল গত এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক পেয়েছিল। বাংলাদেশের জাতীয় খেলা হলেও নারী কাবাডি দল এশিয়াড ও এসএ গেমসে নেপালের কাছে হেরেছে। জুনে বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতির জন্য বাংলাদেশ দল নেপালে পাচ ম্যাচের সিরিজ খেলছে।

 

 

জ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *