রাত ৩:৩২ | সোমবার | ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গ্লোবাল স্ট্রাইক ফর গাজাতে বাধা : ডা. আলগিনকে অ্যাকাডেমিক-প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৫

 

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. সুলতানা আলগিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির সময় শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত থাকতে বাধ্য করার অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, গত ৭ এপ্রিল গাজার প্রতি সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্মসূচির অংশ হিসেবে সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে। কিন্তু তারপরও অধ্যাপক সুলতানা আলগিন শিক্ষার্থীদের ধর্মঘটে অংশ নিতে না দিয়ে, তাদের জোরপূর্বক ক্লাসে উপস্থিত থাকার জন্য চাপ প্রয়োগ করেন এবং অনুপস্থিত থাকলে পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়ার হুমকি দেন।

এই ঘটনায় ‘বৈষম্যবিরোধী চিকিৎসক ফোরাম (বৈচিফ)’ এবং আরেক ব্যক্তির লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিএমইউ কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। সবশেষে তদন্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক সুলতানা আলগিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়।

 

শ ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *