রাত ৩:১২ | সোমবার | ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বারডেমে নেতৃত্বে নাটকীয় পরিবর্তন : বারডেমের নতুন ডিজি অধ্যাপক মির্জা হাসান, বরখাস্ত কাইয়ুম চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৫

 

প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গ, কার্যক্রমে অনিয়ম ও দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগে বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. কাইয়ুম চৌধুরীকে বরখাস্ত করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)। তার স্থলে নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসপাতালের অভিজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মির্জা এম হাসান।

রোববার (২০ এপ্রিল) বাডাসের মহাসচিব মোহাম্মদ সাইফউদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, অধ্যাপক কাইয়ুম চৌধুরীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠে এসেছে। তিনি ২০ জুন ২০২০ সালে নিয়োগ পাওয়ার পর থেকে হাসপাতালের শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় ধারাবাহিক ব্যর্থতা দেখিয়েছেন। এ ছাড়া চলতি বছরের ১৮ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, যা তার নিয়োগপত্রের শর্ত পরিপন্থি।

অভিযোগ রয়েছে, অধ্যাপক কাইয়ুম চৌধুরী হাসপাতালের বিভিন্ন নীতিনির্ধারণী সিদ্ধান্তে স্বেচ্ছাচারিতা প্রদর্শন করেছেন এবং পরিচালনা পর্ষদের সঙ্গে সমন্বয়হীনতার মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ও কার্যকারিতা বিঘ্নিত করেছেন

এই প্রেক্ষাপটে বাডাস কর্তৃপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে পদচ্যুত করে এবং ২০ এপ্রিল থেকে অধ্যাপক মির্জা এম হাসানকে নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেয়। বাডাসের পক্ষ থেকে বলা হয়, প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য।

হাসপাতালের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, দীর্ঘদিন ধরে বারডেমে নেতৃত্বের অভ্যন্তরীণ টানাপড়েন চলছিল। সম্প্রতি রোগীদের সেবায় অব্যবস্থাপনা ও কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ায় কর্তৃপক্ষ এ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়।

 

 

শ ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *