সকাল ৮:৫৬ | সোমবার | ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

অভিনয়শিল্পীদের নেতৃত্বে এলেন যারা

বিনোদন প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৫

অনেক জলঘোলা শেষে হলো নির্বাচন। স্বস্তি ফিরেছে টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘে। নতুন নেতৃত্ব পেল সংগঠনটি। তিন বছর মেয়াদের কমিটিতে ৩১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম। আর ৩৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু। তারা দুজন পরাজিত করেছেন সভাপতি প্রার্থী আব্দুল্লাহ রানা ও সাধারণ সম্পাদক প্রার্থী শাহেদ শরীফ খানকে।

গেল শনিবার রাত সাড়ে আটটায় ভোটে বিজয়ীদের নাম ঘোষণা করেন নরেশ ভূইঁয়া ও ফারুক আহমেদ। এ সময় প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজসহ অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন।

তিন বছর মেয়াদের বাংলাদেশ অভিনয়শিল্পী সংঘের কমিটিতে সহ সভাপতি হিসেবে বিজয়ী হয়ে যুক্ত হয়েছেন আজিজুল হাকিম, শামস সুমন ও ইকবাল বাবু। রাজীব সালেহীন ও সুজাত শিমুল হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাসুদ রানা মিঠু। এম এ সালাম সুমন জিতেছেন অনুষ্ঠান সম্পাদক পদে।

সুচনা শিকদার দায়িত্ব পেলেন আইন ও কল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে। মুকুল সিরাজ দেখবেন প্রচার ও প্রকাশনা সম্পাদক। তথ্য ও প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছেন আর এ রাহুল।

এর বাইরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নুর এ আলম এবং মাসুদ আলম তানভীর নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক পদে।

কমিটিতে কার্যনির্বাহী পদে বিজয়ী হয়ে জায়গা পেয়েছেন এমরান হোসেন, জুলফিকার চঞ্চল, শিউলি আক্তার, এনায়েত উল্লাহ সৈয়দ, আবু রাফা মো. নাঈম, রেজাউল রাজু ও তুহিন চৌধুরী।

 

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *