রাত ১১:১৬ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঋতাভরীর বাগদান, পাত্র কে

নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল ২০২৫

বলিউডের নতুন প্রজন্মের আলোচিত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর বাগদান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় বাগদানের ছবি প্রকাশ্যে আনলেন ঋতাভরী নিজেই। বলিউডের সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে বাগদান সেরেছেন এ অভিনেত্রী।

ঋতাভরীর প্রকাশ করা ছবিতে দেখা গেছে, অভিনেত্রীর পরনে সরু হাতার সাদা গাউন। খোলা ঢেউ খেলানো চুল ও কানে ছিমছাম ঝোলা দুল। অনামিকায় হিরের আংটি। সঙ্গে হালকা প্রসাধনী। সুমিতের পরনে সাদা শার্ট।

একগুচ্ছ ছবি ভাগ করে নিয়ে ঋতাভরী লিখেছেন, ‘অতপর, আমি হ্যাঁ বলেছি। পরস্পরকে বাকি জীবনটা ভালোবেসে যাওয়া এবং বিরক্ত করে যাওয়ার প্রস্তাবে আমি হ্যাঁ বলে দিয়েছি। আমি আর আমার ‘মিস্টার রাইট’-এর বাগদান হয়ে গিয়েছে।’

ঋতাভরীর বাগদান, পাত্র কেসুমিতের সঙ্গে ঋতাভরী চক্রবর্তী। ছবি: সংগৃহীত

বাগদানের মাধ্যমে দীপাবলিতে বলিউডের সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে প্রেমের গুঞ্জনের সত্যতা প্রমাণ করলেন অভিনেত্রী। ঘরোয়া অনুষ্ঠানে প্রেমিকের সঙ্গে ছবি প্রকাশ্যে এনেছিলেন। তারপর বড়দিনে টলিউডের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে তার মনের মানুষের পরিচায় করিয়ে দেন।

সুমিত অরোরা শাহরুখ খানের ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ সিনেমার সংলাপ লেখক। এ ছাড়াও সোনাক্ষী সিন্‌হা অভিনীত ‘দাহাড়’ ও মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের সংলাপও তিনি লিখেছেন।

জানা গেছে, চলতি বছরে ডিসেম্বরে থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ‘ডেস্টিনেশন ওয়েডিং’র পরিকল্পনা করেছেন ঋতাভরী। বাঙালি ও পাঞ্জাবি মতে তাদের বিয়ে সব আনুষ্ঠানিকত সম্পন্ন হবে। ঘরোয়া পরিবেশে এ অনুষ্ঠান হবে। কিন্তু প্রীতিভোজ জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন ঋতাভরী।

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *