রাত ১০:৩৬ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

২৬ মিলিয়ন ফলোয়ার দিয়ে সাফল্য আসে না: পূজা

নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল ২০২৫

ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। ক্যারিয়ারে তিনি যোগ করেছেন বেশ কিছু হিট সিনেমা। পেয়েছেন প্রশংসাও। সম্প্রতি তিনি সামাজিক মিডিয়ার খ্যাতি নিয়ে কথা বলে বেশ আলোচনার জন্ম দিয়েছেন। অভিনেত্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বর্তমানে ২৬-২৭ মিলিয়ন ফলোয়ারের মালিক।

তবে তিনি পরিষ্কারভাবে বলেছেন, এই সংখ্যাগুলো ক্যারিয়ারে বা জীবনে তেমন কোনো মূল্য বা সাফল্য ধারণ করে না।

পূজা হেগড়ে তার বক্তব্যে বলেন, ‘আমার কাছে ২৬, ২৭ মিলিয়ন ফলোয়ার রয়েছে। কিন্তু সেটা আসলে কোনো অর্থের সঙ্গে সম্পর্কিত নয়। এটা খুব একটা জরুরিও নয়।’

২৬ মিলিয়ন ফলোয়ার দিয়ে সাফল্য আসে না : পূজা

এই মন্তব্যের মাধ্যমে তিনি প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছেন। অনেকেই মনে করেন অধিক ফলোয়ার মানেই প্রভাবশালী বা সেলিব্রিটি হয়ে যাওয়া। কিন্তু পূজার ভাবনা ভিন্ন। তিনি বলেন, ‘অনেক অভিনেতার ইনস্টাগ্রামে মাত্র ৫ মিলিয়ন ফলোয়ার রয়েছে। তবুও তারা সুপারস্টার হিসেবে পরিচিত। দিনশেষে কাজটাই পরিচয়।’

তার মতে, খ্যাতির কোনও সুনির্দিষ্ট পরিমাপ বা সূত্র নেই। পূজা হেগড়ে বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ যে আপনি আপনার কাজ সঠিকভাবে করেন। এখানে সোশ্যাল মিডিয়া কোনো বিষয় নয়।’

তিনি আরও যোগ করেন, তাকে যারা বাস্তব জীবনে দেখেন এবং যাদের থেকে তিনি সৎ প্রতিক্রিয়া পান তাদের মতামত অনেক বেশি মূল্যবান তার কাছে। সামাজিক মিডিয়ার এলোমেলো মন্তব্যের তুলনায় ব্যক্তিগত সম্পর্ক এবং সত্যিকারের প্রতিক্রিয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *