রাত ৮:৫২ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যুর সমাধান চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদন
১৭ এপ্রিল ২০২৫

 

 

পাকিস্তানকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের নৃশংসতার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া এবং বাংলাদেশের বকেয়া আর্থিক দাবি নিষ্পত্তিসহ অমীমাংসিত ঐতিহাসিক বিষয়গুলো সমাধান করে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি ‘দৃঢ় দূরদর্শী দৃষ্টিভঙ্গি’ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে পররাষ্ট্র দপ্তরের আলোচনা শেষে সাংবাদিকদের বলেছেন, আমরা পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিকভাবে অমীমাংসিত সমস্যাগুলো উত্থাপন করেছি।

তিনি বলেন, বিষয়গুলোর মধ্যে রয়েছে, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভক্ত সম্পদের সুষম বণ্টন, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বৈদেশিক সাহায্য তহবিল হস্তান্তর এবং ১৯৭১ সালে তৎকালীন পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে ক্ষমা চাওয়া।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেছেন, আমরা বলেছি, ঐতিহাসিক অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের এটাই উপযুক্ত সময়, পারস্পরিক স্বার্থ এবং সুবিধার জন্য ‘আমাদের সম্পর্কের দৃঢ় ভিত্তি’ তৈরির জন্য এই সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন।

গত ১৫ বছরের মধ্যে এটি ছিল প্রথম পররাষ্ট্র সচিব পর্যায়ের ঢাকা-ইসলামাবাদ এফওসি ও আলোচনার পর সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

 

 

জ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *