সকাল ১০:৫৬ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আইপিএল: ইনজুরিতে ছিটকে গেলেন দুই অসি ও কিউই তারকা

স্পোর্টস ডেস্ক

১৫ এপ্রিল ২০২৫

 

 

ইনজুরিতে পড়ে আইপিএল থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের দুই তারকা ক্রিকেটার। সানরাইজার্স হায়দরাবাদের স্পিনার অ্যাডা জাম্পা এবং পাঞ্জাব কিংসের পেসার লকি ফার্গুসন।

পঞ্জাব কিংসকে হারিয়ে ছন্দের ফেরার পরই নতুনকরে চাপে পড়লো প্যাট কামিন্সের দল সানরাইজার্স হায়দরাবাদ। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ জাম্পার চোটের কথা জানায়। তবে তার কোথায় বা কী ধরনের চোট লেগেছে, তা জানানো হয়নি।

শুধু এটা জানানো হয়েছে, আইপিএলে আর খেলতে পারবেন না এই অসি স্পিনার। তার পরিবর্তে হায়দরাবাদ দলে নিয়েছে রবিচন্দ্রন স্মরণকে। কর্নাটকের ২১ বছরের অলরাউন্ডার মূলত টপ অর্ডার ব্যাটার। বাঁ-হাতি ব্যাটার অফ স্পিনও করতে পারেন।

আইপিএল কর্তৃপক্ষের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘স্মরণ রবিচন্দ্রনের সাতটি প্রথম শ্রেণির ম্যাচ, ১০টি ঘরোয়া ৫০ ওভারের ম্যাচ, ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সব মিলিয়ে তার ১১০০’র বেশি রান রয়েছে। বাঁ-হাতি ব্যাটার কর্নাটকের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে। সানরাইজার্স হায়দরাবাদ ৩০ লাখ টাকায় তাকে দলে নিয়েছে অ্যাডাম জাম্পার পরিবর্তে।’

প্রসঙ্গঃ স্মরণ আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন। আইপিএলে জাম্পা দু’টি ম্যাচ খেলেছেন হায়দরাবাদের হয়ে। গত ২৭ মার্চ লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ ম্যাচে ৪৬ রানে ১ উইকেট নেন। তার আগে ২৩ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১ উইকেট নিয়েছিলেন ৪৮ রান খরচ করে।

পাঞ্জাবের বোলিং কোচ জেমস হোপ জানিয়েছেন, তাদের দলের কিউই পেসার লকি ফার্গুসন আইপিএলের বাকি অংশ থেকে ছিটকে পড়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে শেষ ম্যাচে মাত্র ২ বল করার পরই ইনজুরিতে পড়েন এবং মাঠ থেকে বের হয়ে যান।

জেমস হোপ বলেন, ‘লকি ফার্গুসন অনির্দিষ্টকালের জন্য ছিটকে পড়লেন। টুর্নামেন্টের শেষ দিকেও তাকে দলে পাওয়ার আশা খুব কম। আমি মনে করি সে ভালোই ইনজুরির শিকার হয়েছে।’

হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ৬ষ্ঠ ওভারের দুই বল করার পর বাম পায়ের উরুর পেছনের অংশ চেপে ধরে রাখতে দেখা যায়। এরপর ফিজিওর সঙ্গে কথা বলে মাঠ ছাড়েন এবং আর মাঠে ফিরতে দেখা যায়নি তাকে।

 

জ উ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *