সন্ধ্যা ৭:৫১ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সেন্টমার্টিনে বিকল্প কর্মসংস্থানে উদ্যোগ নিচ্ছে সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২৫

 

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন সীমিত করার সিদ্ধান্তের ফলে স্থানীয় জনগণের জীবিকার যাতে ক্ষতি না হয়, সে লক্ষ্যকে সামনে রেখে বিকল্প কর্মসংস্থানের বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানিয়েছেন। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা ও পুনরুদ্ধার নিশ্চিত করেই এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

রোববার (১৩ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় দ্বীপের মানুষের জন্য বিকল্প কর্মসংস্থান নির্ধারণে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে আহ্বায়ক করে একটি ওয়ার্কিং টিম গঠন করা হয়েছে। এই কমিটিতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন এবং তারা দ্রুত প্রয়োজনীয় সুপারিশ সরকারের কাছে তুলে ধরবেন।

সভায় জানানো হয়, মাছ ধরায় আধুনিক ডিভাইস ও পরিবেশবান্ধব জাল সরবরাহ, শুটকি মাছের বাজারজাতকরণে ব্র্যান্ডিং, সিউইড, মাশরুম, সবজি চাষ, পোল্ট্রি ও গবাদিপশু পালন, কন্টেন্ট ক্রিয়েশন, ব্লগিং ও ফটোগ্রাফি প্রশিক্ষণের প্রস্তাব দেওয়া হয়। নারীদের জন্য সেলাই, নকশি কাঁথা, স্মারক সামগ্রি তৈরি এবং নারিকেলের ছোবড়া দিয়ে দড়ি তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে।

এছাড়াও, শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা, বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা ও রেস্টুরেন্টে কাজ শেখানো, স্থানীয় যুবকদের ট্যুর গাইড হিসেবে প্রশিক্ষণ, জমির ধরন অনুযায়ী সবজি উৎপাদন এবং শুটকি মাছ উৎপাদন ও বাজারজাতকরণে সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

সভায় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *